কমল মজুমদার, জঙ্গিপুর: মুর্শিদাবাদ (Jalangi in Murshidabad) জেলার প্রত্যন্ত জলঙ্গি ব্লকের চোঁয়াপাড়া গ্রামপঞ্চায়েত এলাকায় শুখা মরসুমের সময় চাষিদের ফসল জলের অভাবে যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য বিশেষ উদ্যোগ নিল স্থানীয় গ্রামপঞ্চায়েত। বুধবার পঞ্চায়েতপ্রধান রাকিবুল ইসলামের উদ্যোগে একসঙ্গে উদ্বোধন হল তিনটি সৌরবিদ্যুৎ চালিত গভীর নলকূপের। এগুলো থেকে যে জল উঠবে, তাতে প্রায় এক হাজার বিঘা জমিতে সেচের ব্যবস্থা করা যাবে। উপকৃত হবেন চোঁয়াপাড়া পঞ্চায়েতের প্রায় ৫০০ কৃষক। চোঁয়াপাড়ার বেশিরভাগ গ্রামের মানুষ কৃষিজীবী। সময়মতো পর্যাপ্ত বৃষ্টিপাত না হলে প্রতিবছরই তাঁরা আলু, পটল, গম, সর্ষে, ধান প্রভৃতি চাষ করার পর ক্ষতির সম্মুখীন হন।
আরও পড়ুন-লালনের শ্বশুরবাড়ি তদন্তে সিআইডি
যুব তৃণমূল কংগ্রেসের বহরমপুর-মুর্শিদাবাদ (Jalangi in Murshidabad) সাংগঠনিক জেলা সভাপতি তথা চোঁয়াপাড়া পঞ্চায়েত প্রধান রাকিবুল ইসলাম বলেন, এক বিঘা জমিতে বিদ্যুৎচালিত পাম্প ব্যবহার করে জল নিতে একজন চাষির গড়ে প্রায় আড়াই হাজার টাকা খরচ পড়ে। ফলে উৎপাদনের খরচ বেড়ে যায়। কিন্তু সৌরবিদ্যুৎ চালিত গভীর নলকূপ থেকে যে জল উঠবে তা চাষিরা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। বাড়তি লাভের মুখ দেখবেন। এই নলকূপ বসাতে পঞ্চায়েত প্রায় ৩.২০ লক্ষ টাকা খরচ করেছে। রাকিবুল জানালেন, যে গভীর নলকূপগুলো উদ্বোধন হল, সেগুলো সবই প্রায় ৩০০ ফুটের বেশি গভীর। ফলে বছরভরই জল তোলা যাবে। সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে।