অক্ষরের ঘূর্ণিতে জয়ের সামনে ভারত

শেষদিনে রাহুলদের চাই ৪ উইকেট

Must read

চট্টগ্রাম: চট্টগ্রামে জয় দেখতে পাচ্ছে ভারত (India-Bangladesh Match in Chattogram)। কিন্তু চতুর্থদিনে বাংলাদেশ বেশ লড়ে গেল। যে লড়াইয়ে সবথেকে উল্লেখযোগ্য ভূমিকা নেন অভিষেক টেস্ট খেলতে নামা জাকির হোসেন। অক্ষর প্যাটেলকে সুইপে বাউন্ডারিতে পাঠিয়ে যিনি সেঞ্চুরি করলেন।
আমিনুল ইসলাম, মহম্মদ আশরাফুল ও আবুল হাসানের পর চতুর্থ বাংলাদেশি ব্যাটার হিসাবে অভিষেকে সেঞ্চুরি পেলেন এই বাঁহাতি ওপেনার। কিন্তু সারাদিনে ২৩০ রান তুলতে গিয়ে ৬ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। জিততে তাদের দরকার ছিল ৫১৩ রান। শেষদিনে হাতে ৪ উইকেট নিয়ে আরও ২৪১ রান করতে হবে তাদের। উইকেটে আছেন দুই নট আউট ব্যাটসম্যান অধিনায়ক শাকিব ৪০ ও মেহেদি ৯ রানে। কাজটা কঠিন ও অসম্ভব বলেই মনে করছেন অনেকে।

আরও পড়ুন-শুধু এমবাপে নয়, ফ্রান্স ভয়ঙ্কর: স্কালোনি

ভারতীয় (India-Bangladesh Match in Chattogram) বোলারদের মধ্যে অক্ষর প্যাটেল ৫০ রানে ৩ উইকেট নিয়েছেন। তিনি ছাড়া বাকি বোলারদের মধ্যে উমেশ, কুলদীপ ও অশ্বিন একটি করে উইকেট নিয়েছেন। তবে যে উইকেটে স্পিনাররা মোটামুটি সাহায্য পেয়েছেন, সেখানে সারাদিনে ভারতীয় বোলাররা ছ’টির বেশি উইকেট তুলে নিতে পারেননি কেন, সেটা একটা প্রশ্ন। বিশেষ করে প্রথম ইনিংসে পাঁচটি উইকেট নেওয়া কুলদীপ যাদব এদিন ১৮ ওভারে একটি উইকেট নিতে ৬৯ রান খরচ করেছেন।

ওপেনিং জটিতে নাজমুল ও জাকির মিলে ১২৪ রান তুলে ফেলেছিলেন। নাজমুল শেষপর্যন্ত আউট হয়েছেন ৬৯ রানে। আর ৭ রান উঠতেই ফিরে যান ইয়াসিরও (৫)। এরপর লিটন ও মুশফিকুর আউট হয়েছেন যথাক্রমে ১৯ ও ২৩ রানে। এছাড়া উইকেটকিপার নুরুল হাসানের ব্যাট থেকে এসেছে ৩ রান। এই চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজ ৩৯৫ রান তাড়া করে টেস্ট জিতেছিল গত বছর। বাংলাদেশ বিনা উইকেটে ১২৪ রান তুলে ফেলার পর অনেকের সেই ঘটনা মনে পড়েছিল। কিন্তু পরের দিকে পরপর উইকেট হারিয়ে শেষদিনে হারের মুখে এসে দাঁড়িয়েছেন শাকিবরা।

Latest article