লালনের শ্বশুরবাড়ি তদন্তে সিআইডি

Must read

সংবাদদাতা, রামপুরহাট : লালন শেখের (Lalan Sheikh Death- CID) শ্বশুরবাড়িতে গিয়ে দু ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল পাঁচ সদস্যের সিআইডি দল। পুরো বয়ান ভিডিওগ্রাফিও করল। তার আগে বগটুই পূর্বপাড়ায় লালনের বাড়িতে যায়। সেখানে মৃত্যুর আগে লালনের সঙ্গে পরিবারের সাক্ষাতের ঘটনার পুনর্নিমাণ করে। কোন দিক দিয়ে লালন সিবিআই আধিকারিকদের সঙ্গে বাড়িতে ঢুকেছিল, তা তদন্তকারী দলকে দেখান লালনের স্ত্রী। সঙ্গে সেই দিন কী কী হয়েছিল, তা ঘটনাক্রম আকারে লিপিবদ্ধ করা হয়। তারপর সিবিআই টিম বগটুই গ্রামের পূর্বপাড়ায় কুলপুকুরের উত্তর-পূর্ব কোণে লালনের (Lalan Sheikh Death- CID) শ্বশুরবাড়ি সমীর শেখের বাড়ি যায়। শাশুড়ি সালেহা বিবি ও শ্যালিকা আসমা খাতুনকেও জিজ্ঞাসাবাদ করা হয়। বাসস্ট্যাণ্ডে সমীরের হোটেল ব্যবসা ছিল। লালনের ফেরার কালে তার খোঁজে এই সমীরকে সিবিআই গ্রেফতার করেছিল। সেই সময় সালেহা ও আসমা স্বজনহারা মিহিলাল শেখদের বিরুদ্ধে আঙুল তোলেন। এদিনও লালনের মৃত্যুতে তাঁরা যা বলেছেন, তা তদন্তকারী দল ভিডিও করে। বগটুই কাণ্ডের পরেই গ্রামে পুলিশ ক্যাম্প ও বিভিন্ন জায়গায় সিসিটিভির নজরদারি আছে। মোড়ে আছে সিভিক পুলিশ। ২৪ ঘণ্টা মনিটরিংয়ের খবর পৌঁছে যাচ্ছে পুলিস সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীর কাছে।

আরও পড়ুন-শৃঙ্খলা না মানলে দল রেয়াত করবে না

Latest article