নয়াদিল্লি : খোদ রাজধানী দিল্লিতে শিশুশ্রমিকের সংখ্যা উদ্বেগজনক। একই অবস্থা গুজরাত, অসম, কর্নাটকের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতেও। অন্যদিকে, পশ্চিমবঙ্গে শিশুশ্রমিকের সংখ্যা অনেক কম। সংসদে কেন্দ্রীয় শ্রম এবং কর্মসংস্থান প্রতিমন্ত্রী রামেশ্বর তেলির দেওয়া পরিসংখ্যানেই উঠে এল শিশুশ্রমিকদের সমস্যার এই বিষয়টি। উল্লেখযোগ্যভাবে দেখা যাচ্ছে, কন্যাশ্রী সহ বাংলার তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সাফল্যের কারণে রাজ্যে কমছে শিশুশ্রমিকের সংখ্যা।
আরও পড়ুন-চিন : উপগ্রহচিত্র ঘিরে চাঞ্চল্য
তৃণমূল কংগ্রেস সাংসদ দীপক অধিকারী এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়ের লিখিত প্রশ্নের জবাবে দেশের শিশুশ্রমিকদের সম্পর্কে তুলনামূলক তথ্য দিয়েছে কেন্দ্র। লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি যে পরিসংখ্যান দিয়েছেন তাতে দেখা যাচ্ছে, ২০১৯, ২০২০ এবং ২০২১ এই তিন বছরে রাজধানী দিল্লিতে মোট শিশু শ্রমিকের সংখ্যা ৪৭। তবে এক্ষেত্রে শীর্ষে রয়েছে দক্ষিণের রাজ্য তেলেঙ্গানা। সেখানে তিন বছরে মোট শিশুশ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৫ এ। অন্যদিকে পশ্চিমবঙ্গে তিন বছরে মোট শিশুশ্রমিকের সংখ্যা মাত্র ১২। এর পাশাপাশি কেন্দ্রের দেওয়া তথ্য থেকেই দেখা যাচ্ছে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে শিশুশ্রমিকের সংখ্যা অনেকটাই বেশি। যেমন অসমে তিন বছরে এই সংখ্যাটা দাঁড়িয়েছে ১৮৬, প্রধানমন্ত্রী মোদির রাজ্য গুজরাতে তিন বছরে সংখ্যাটা ১৪৩, বিজেপি শাসিত আরেক রাজ্য কর্নাটকে গত তিন বছরে শিশুশ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৫।
আরও পড়ুন-ভাগবতের ইঙ্গিত
উল্লেখ্য, কিছুদিন আগেই একটি অনুষ্ঠানে ইউনিসেফে ভারতের শিশু সুরক্ষা প্রধান সোলেদাদ এররেরো আক্ষেপ করে বলেছিলেন, রাষ্ট্রসংঘের সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে ভারত-সহ বিভিন্ন দেশ ২০৩০ সালের মধ্যে শিশুশ্রম লোপের সঙ্কল্প করেছিল। কিন্তু বাস্তবে গোটা বিশ্বের ১৬ শতাংশ শিশুশ্রমিকই ভারতের। সেইসঙ্গে তিনি জানিয়েছিলেন, সমস্যা থাকলেও কন্যাশ্রী, দুয়ারে সরকারের মতো প্রকল্পের মাধ্যমে ঠিক পথেই লড়ছে পশ্চিমবঙ্গ।