ভাগবতের ইঙ্গিত

রাজনৈতিক মহল মনে করছে, আমেরিকার সঙ্গে মোদির অতিরিক্ত ঘনিষ্ঠতা এবং বিভিন্ন বিষয়ে চিনের উপর নির্ভরশীলতাকেই ইঙ্গিত করেছেন ভাগবত

Must read

দেশের উন্নয়ন নিয়ে নাম না করে মোদি সরকারকে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন সংঘপ্রধান মোহন ভাগবত। তাঁর কথায়, ভারত যদি অন্ধের মতো চিন কিংবা আমেরিকাকে অনুকরণ করার চেষ্টা চালায় তাহলে কখনওই প্রকৃত অর্থে দেশের উন্নয়ন হবে না। প্রকৃত উন্নয়ন করতে হলে দেশের ঐতিহ্য, সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের পরিস্থিতি সম্পর্কেও অবহিত হতে হবে। সবাইকে নিয়ে চলতে পারলে তবেই উন্নয়ন হবে। আর প্রকৃত অর্থে উন্নয়ন হলে তবেই দেশবাসী গর্ব করতে পারবে, মাথা উঁচু করে বাঁচতে পারবে।

আরও পড়ুন-সীমান্তে শুরু কাঁটাতার লাগানো

রাজনৈতিক মহল মনে করছে, আমেরিকার সঙ্গে মোদির অতিরিক্ত ঘনিষ্ঠতা এবং বিভিন্ন বিষয়ে চিনের উপর নির্ভরশীলতাকেই ইঙ্গিত করেছেন ভাগবত। মোদি সরকারের আর্থিক নীতি সাধারণ মানুষের উপর ব্যাপক চাপ ফেলেছে। রান্নার গ্যাস থেকে শুরু করে প্রতিটি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। তাও ভাগবত মনে করিয়ে দিয়েছেন৷ চিন কিংবা আমেরিকাকে অনুকরণ না করার পরামর্শ দিয়ে ভাগবত বলেন, বিশ্বের কোনও দেশের কাছে যদি কিছু শিক্ষণীয় থাকে সেটা অবশ্যই শিখতে হবে। কিন্তু কোনওভাবেই অন্ধ অনুকরণ নয়৷

Latest article