চিন : উপগ্রহচিত্র ঘিরে চাঞ্চল্য

১৪ ডিসেম্বর আরও এক উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে ছাংদু বাংদা বায়ুসেনা ঘাঁটিতে সুখোই-৩০ বিমান মজুত রেখেছে জিনপিংয়ের দেশ।

Must read

সম্প্রতি অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে লালফৌজ। যা নিয়ে ইতিমধ্যেই ফের দু’দেশের মধ্যে একটা ঠান্ডা লড়াই শুরু হয়েছে। তবে সদ্য সামনে আসা উপগ্রহচিত্রে দেখা গিয়েছে, চিন এই লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছে অনেক আগেই। উপগ্রহচিত্রে দেখা গিয়েছে, তিব্বতের বিভিন্ন বায়ুসেনা ঘাঁটিতে অনেক আগে থেকেই একাধিক ড্রোন ও যুদ্ধজাহাজ মোতায়েন রেখেছে জিন পিংয়ের লালফৌজ।

আরও পড়ুন-ভাগবতের ইঙ্গিত

জিনপিং বাহিনী ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকায় তাদের শক্তি বৃদ্ধি করায় সক্রিয় হয়ে উঠেছে ভারতীয় বায়ুসেনাও। ভারতীয় বায়ুসেনার তরফেও নিয়মিত সীমান্তে টহলদারি চালানো হচ্ছে। নিয়োগ করা হয়েছে রাফালের মতো অত্যাধুনিক যুদ্ধবিমান। ১৪ ডিসেম্বর এক উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, ছাংদু বাংদা বিমান ঘাঁটিতে যুদ্ধ প্রস্তুতির সবকিছুই সেরে রেখেছে ড্রাগন বাহিনী। এই বায়ুসেনা ঘাঁটিটি অরুণাচল প্রদেশ থেকে মাত্র ১৫০ কিলোমিটার দূরে। ২৭ নভেম্বর এক উপগ্রহচিত্রে দেখা গিয়েছে, শিগাটিস বিমানবন্দরেও কমপক্ষে ১০টি ফ্ল্যানকার টাইপ যুদ্ধবিমান মজুত করেছে লাল ফৌজ।

আরও পড়ুন-সীমান্তে শুরু কাঁটাতার লাগানো

১৪ ডিসেম্বর আরও এক উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে ছাংদু বাংদা বায়ুসেনা ঘাঁটিতে সুখোই-৩০ বিমান মজুত রেখেছে জিনপিংয়ের দেশ। পাশাপাশি লাসা-গোঙ্গার বিমানবন্দরের রানওয়ে চওড়া করা হচ্ছে। নভেম্বর ২৭ তারিখের এক উপগ্রহচিত্রে দেখা গিয়েছে, শিগাটিস বিমানবন্দর থেকে ওড়ানো হয়েছে একাধিক মানুষবিহীন ড্রোন।

Latest article