সীমান্তে শুরু কাঁটাতার লাগানো

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্তরক্ষী বাহিনীকে রাজ্যের সঙ্গে আলোচনা করে এই সমস্যার দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন।

Must read

প্রতিবেদন : পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকের পর রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে খোলা অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজে গতি এল। দ্রুত ওই শেষ করে ফেলার জন্য সংশ্লিষ্ট জেলাগুলিকে নির্দেশ দিয়েছে নবান্ন। এজন্যে আগামী মার্চ মাসের মধ্যে জমি অধিগ্রহণের কাজ শেষ করে ফেলতে হবে বলে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-ঠান্ডা কমছে বাড়বে গরম

প্রশাসনিক সূত্রে খবর, ২৫৭ কিলোমিটার জুড়ে আর্ন্তজাতিক সীমান্তে ১৮৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ চলছে। কিন্তু অরক্ষিত প্রায় ৭০ কিলোমিটার অংশে ফাঁকা জমির অভাবে বেড়া দেওয়া যাচ্ছে না। সেখানে দ্রুত জমি অধিগ্রহণের কাজ শেষ করে ফেলতে হবে বলে এবার জানিয়ে দিল নবান্ন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা ভার্চুয়াল বৈঠক করে রাজ্যের মুখ্যসচিবকে ওই জমি অধিগ্রহণ করে দেওয়ার আবেদন জানিয়েছিলেন। শনিবার পূর্বাঞ্চলীয় পর্ষদের বৈঠকেও বিষয়টি উঠে আসে।

আরও পড়ুন-চিড়িয়াখানায় পশুদের স্টিলের খাঁচা

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্তরক্ষী বাহিনীকে রাজ্যের সঙ্গে আলোচনা করে এই সমস্যার দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন। এর পরেই গতি এসেছে কাজে। ভারত-বাংলাদেশ সীমানায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ দ্রুত সম্পন্ন হবে।

Latest article