সংবাদদাতা, জঙ্গিপুর : শীতের রাতে পথদুর্ঘটনা আটকানোর জন্য এবার বিশেষ উদ্যোগ জঙ্গিপুর পুলিশ জেলার সুতি থানার আহিরণ পুলিশ ফাঁড়ির। গত কয়েকদিন গভীর রাতে ৩৪ নম্বর জাতীয় সড়কে দূরপাল্লার বাস ও লরি থামিয়ে চালকদের ঘুম কাটানোর জন্য বিশেষ চা খাওয়ানোর ব্যবস্থা করেছেন ফাঁড়ির আধিকারিক অরিন্দম সেন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের যোগাযোগের প্রধান পথ মুর্শিদাবাদ জেলার বুক চিরে যাওয়া ৩৪ নম্বর জাতীয় সড়ক।
আরও পড়ুন-অঞ্চল সম্মেলনেও পরিষেবা-সহায়তা
রোজ কয়েক হাজার যাত্রী ও পণ্যবাহী গাড়ি যাতায়াত করে। কিন্তু প্রতি বছরই শীতকালে কুয়াশার মুড়ে থাকার জন্য বা শীতের ক্লান্তির কারণে চালকেরা গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়ার কারণে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে বেলডাঙা, সুতি, সামশেরগঞ্জে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে চারজনের, আহত বেশ কয়েকজন। তাই চালকদের ঘুম কাটাতে বিশেষ উদ্যোগ পুলিশের। রোজ রাতে সুতির আহিরণ সেতুর মধু ডিহি ও অজগরপাড়া মোড়ে জাতীয় সড়কে দূরপাল্লার গাড়ি থামিয়ে চালকদের দেওয়া হচ্ছে স্পেশ্যাল চা। চা খেয়ে তাজা হয়ে ফের রওনা হচ্ছেন চালকেরা।