প্রতিবেদন : উষ্ণ হবে বড়দিন! উধাও হবে শীত? কারণ বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত। যার জেরে সাময়িকভাবে বাধা পাবে উত্তুরে হাওয়া। তার ফলেই চড়বে পারদ। এমনই খবর শোনাচ্ছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার ২৩ ডিসেম্বরের পরে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিপরীত ঘূর্ণাবর্ত৷ এই মুহূর্তে বাতাসে জলীয় বাষ্প রয়েছে।
আরও পড়ুন-আঞ্চলিক ভাষার ছবি গুরুত্ব পাচ্ছে, খুশি বীরবাহা
তবে ২৩ ডিসেম্বরে পরে দক্ষিণবঙ্গের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর জেরে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে রাজ্যে। যদিও মঙ্গলবার কুয়াশার চাদরে মুখ ঢেকেছিল শহর। সকালে সেইসঙ্গে বইয়েছে কনকনে উত্তুরে হাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি বেশি। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গেও কনকনে শীত রয়েছে।
আরও পড়ুন-কাঁকসা গ্রামে ডিজেল-নদী, তেল কুড়ানোর ধুম
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাতাসের গতিবেগ কম হওয়ায় উত্তর ও দক্ষিণে কুয়াশার দাপট থাকবে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গের মালদহ এবং দুই দিনাজপুরে আগামী দু’দিন ভোরের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।