আঞ্চলিক ভাষার ছবি গুরুত্ব পাচ্ছে, খুশি বীরবাহা

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। তিনি এক সময় অভিনয় করতেন সাঁওতালি ভাষার ছবিতে।

Must read

প্রতিবেদন : টুসুর সময়ে উৎসবে ‘টুসু’। আঞ্চলিক ভাষার ছবিটি দেখানো হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে‌। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। তিনি এক সময় অভিনয় করতেন সাঁওতালি ভাষার ছবিতে। কথাপ্রসঙ্গে জানালেন, ‘‘এতবড় চলচ্চিত্র উৎসবে বিভিন্ন আন্তর্জাতিক ভাষার পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে আঞ্চলিক ভাষাকেও। দেখে ভাল লাগছে। এটা সম্ভব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছার জন্য। তাঁর কাছে আমরা কৃতজ্ঞ। এরফলে আঞ্চলিক ভাষার পরিচালকরা আরও বেশি ছবি তৈরির ব্যাপারে উৎসাহিত হবেন।”

আরও পড়ুন-কাঁকসা গ্রামে ডিজেল-নদী, তেল কুড়ানোর ধুম

এই মুহূর্তে বীরবাহা হাঁসদা অভিনয় জগৎ থেকে দূরে। আবার তাঁকে কবে পর্দায় দেখা যাবে? মন্ত্রী জানালেন, ‘‘বর্তমানে ব্যস্ত আছি জনগণের কাজে। অনেক আশা নিয়ে তাঁরা আমাকে আশীর্বাদ করেছেন। তবে কোনও না কোনও দিন আবার ফিরব পর্দায়।” তিনি দর্শকদের ‘টুসু’ ছবিটি দেখার জন্য অনুরোধ করেন। ছিলেন ছবির পরিচালক-অভিনেতা বিশ্বজিৎ রায়। মঙ্গলবার ছিল উৎসবের ষষ্ঠদিন। প্রতিটি শোয়ে দর্শক সমাগম ছিল উল্লেখ করার মতো। একতারা মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় জমজমাট সিনে আড্ডা। বিষয় ছিল ‘হাস্যকৌতুক কি শারীরিক ভঙ্গিমা না টাইমিং’। ছিলেন বিশিষ্ট কয়েকজন অভিনেতা। তাঁদের কথোপকথনে আসরটি উপভোগ্য হয়ে ওঠে।

Latest article