প্রতিবেদন : সব ঠিক থাকলে বছর শেষে ফের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Narendra Modi- Mamata Banerjee)। ৩০ ডিসেম্বর ‘ন্যাশনাল গঙ্গা কাউন্সিল’ বা জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। তিনি জাতীয় গঙ্গা পরিষদের সভাপতি। পরিষদের সদস্য-রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সেই বৈঠকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Narendra Modi- Mamata Banerjee)। গঙ্গা পরিষদে সদস্য কেন্দ্রের প্রায় ১০টি মন্ত্রক। রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও আছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড। সব ঠিক থাকলে ওই সব রাজ্যের মুখ্যমন্ত্রীও থাকতে পারেন বৈঠকে। এছাড়াও নৌসেনার একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর একই মঞ্চে থাকার কথা। বুধবার সেকথা নিজেই জানিয়েছেন তিনি। এদিন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে আলোচনার সময় মুখ্যমন্ত্রী উপস্থিত নৌসেনার আধিকারিককে উদ্দেশ্য করে বলেন, ‘‘৩০ তারিখ তো প্রধানমন্ত্রী আসছেন। আপনাদের ওখানে অনুষ্ঠান আছে তো?” ওই আধিকারিক জানান, নেতাজি সুভাষে ওই অনুষ্ঠান হবে।