বিশ্বভারতীর উপাচার্যকে ২ লাখ টাকা জরিমানা

Must read

প্রতিবেদন : বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva-Bharati University- Bidyut Chakraborty) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ২ লক্ষ টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট। একটি ছুটি সংক্রান্ত মামলায় বুধবার তাঁকে এই মোটা অঙ্কের জরিমানার নির্দেশ দিলেন বিচারপতি কৌশিক চন্দ। বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জরিমানার টাকা বিশ্ববিদ্যালয় (Visva-Bharati University- Bidyut Chakraborty) নয়, উপাচার্যকেই ব্যক্তিগতভাবে দিতে হবে। সেইসঙ্গে বাতিল করে দিয়েছেন উপাচার্যের ইস্যু করা শোকজ নোটিশও। কেন এই জরিমানা? এক সহকারী অধ্যাপকের চাইল্ড কেয়ার লিভকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। বিশ্বভারতীর অধ্যাপক দেবতোষ সিংহ ওই সহাকারী অধ্যাপকের ছুটি মঞ্জুর করেছিলেন ২০২১-এ। তাঁর দাবি, সন্তানকে দেখভালের জন্য ছুটির আবেদন তিনি মঞ্জুর করেছিলেন বিধি মেনেই। এমনকী, ২০২১ সালে সেই সিদ্ধান্তে অনুমোদন দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষও। কিন্তু এক বছর পর এই ছুটি মঞ্জুর করার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন উপাচার্য।

আরও পড়ুন-ছয় মাসের মধ্যে নিয়োগ হবে একহাজার অশিক্ষক কর্মী

Latest article