প্রতিবেদন : বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড পূরণে ব্যর্থ। সেকারণেই ১৬টি ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থাকে কালো তালিকাভুক্ত করল নেপালের (Nepal- India) ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দফতর। ১৮ ডিসেম্বর এই মর্মে একটি নোটিশ জারি করা হয়েছে। তালিকায় নাম রয়েছে রামদেবের দিব্যা ফার্মেসি যা পতঞ্জলি নামে পরিচিত। একইসঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে মার্কারি ল্যাবরেটরিজ লিমিটেড, অ্যালায়েন্স বায়োটেক, জি ল্যাবরেটরিজ, ক্যাডিলা হেলথ কেয়ার লিমিটেড, জিএলএস ফার্মা, আইপিসিএ ল্যাব-সহ একাধিক ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থার নাম।
নেপালের (Nepal- India) ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দফতরের পক্ষ থেকে সে দেশের ওষুধ ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন দ্রুত কালো তালিকাভুক্ত ভারতীয় সংস্থাগুলির ওষুধ বাজার থেকে তুলে নেন। একই সঙ্গে নির্দেশিকায় বলা হয়েছে, ওই সব ভারতীয় সংস্থার ওষুধ ভবিষ্যতে নেপালে আর আমদানি করা যাবে না। ১৯ ডিসেম্বর নেপাল স্বাস্থ্য দফতরের (Nepal Health Department) তরফে আরও একটি নোটিশ জারি করা হয়। ওই নোটিশে ভারতের গ্লোবাল হেলথ কেয়ারের ৫০০ মিলিলিটার এবং ৫ লিটারের হ্যান্ড স্যানিটাইজার আমদানির উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্বাভাবিকভাবেই এ ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে ভারতে তৈরি ওষুধ ও স্বাস্থ্য সংক্রান্ত একাধিক পণ্যর গুণগত মান। উল্লেখ্য, নেপাল সরকারের কাছে ওষুধ বিক্রির জন্য আবেদন করেছিল বেশ কিছু ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা। ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির যাবতীয় প্রক্রিয়া খতিয়ে দেখতে দু’দফায় এপ্রিল ও জুলাই মাসে ভারতে আসেন নেপালের স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা। তারপরই এই সিদ্ধান্ত৷
আরও পড়ুন: যুদ্ধের মাঝেই আমেরিকায় জেলেনস্কি