প্রতিবেদন : চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল রাশিয়া। যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম বিদেশ সফরে আমেরিকা গেলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার রাতে ওয়াশিংটনে পৌঁছনোর পর ইউক্রেন প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানায় আমেরিকা। রাতেই তিনি বৈঠকে বসেন সে দেশের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। নিরাপত্তাজনিত কারণে আমেরিকার বিশেষ গুপ্তচর বিমানে ওয়াশিংটন পৌঁছন জেলেনস্কি।
আরও পড়ুন-চন্দ্রকেতুগড়ের ঐতিহাসিক মূল্য রক্ষা করা হোক
এই ঝটিকা সফরে প্রথমেই বাইডেন ও ফাস্ট লেডি জিল বাইডেনের সঙ্গে দেখা করেন তিনি। বাইডেনের সঙ্গে করমর্দনের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। হোয়াইট হাউসে বাইডেন ও জেলেনস্কি প্রায় দু’ঘণ্টা ধরে আলোচনা করেন। ওই বৈঠকের উপর বাইডেন জেলেনস্কিকে আশ্বাস দিয়েছেন, তাঁরা ইউক্রেনকে সব ধরনের সাহায্য করে যাবেন। ইউক্রেন কখনওই একা নয়। তাঁরা যেভাবে ৩০০ দিন ধরে রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন তার জন্য জেলেনস্কি বাহিনীর উচ্ছ্বসিত প্রশংসা শোনা গিয়েছে বাইডেনের গলায়।
আরও পড়ুন-মোদিরাজ্যে হাসপাতালের ভিতরেই খুন মা ও মেয়ে
বাইডেনের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্টের গলায় ইউক্রেনীয় সেনার সামরিক পদক পরিয়ে দেন। বাইডেনের সঙ্গে বৈঠক করার পাশাপাশি মার্কিন কংগ্রেসেও ভাষণ দিয়েছেন ইউক্রেন প্রসিডেন্ট। নিজের ভাষণে জেলেনস্কি বলেছেন, আমেরিকা আমাদের যে অর্থসাহায্য করছে সেটা কোনও দান নয়। এটা গণতন্ত্র ও বিশ্ব নিরাপত্তার জন্য বিনিয়োগ।