আইএসআই যোগ স্বীকার ধৃত গুড্ডুর, টোটো চালানোর ফাঁকে নজরদারি সেনাছাউনিতে

আইএসআইয়ের সঙ্গে যে তার যোগ রয়েছে তা স্বীকার করল এসটিএফের হাতে ধৃত গুড্ডু কুমার। এনআইয়ের গোয়েন্দারা এসেছেন জেরা করতে

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : আইএসআইয়ের সঙ্গে যে তার যোগ রয়েছে তা স্বীকার করল এসটিএফের হাতে ধৃত গুড্ডু কুমার। এনআইয়ের গোয়েন্দারা এসেছেন জেরা করতে। জেরায় সে এও স্বীকার করেছে গত ছ মাস সে শিলিগুড়ি সীমান্ত, সেবকের সেনাছাউনি ইত্যাদি জায়গায় ঘুরে ঘুরে নজরদারি চালিয়েছে। বিশেষত সেনার গতিবিধি নিয়ে। এই খবর সে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লাহোরে পাঠাত। ওরা ওকে নিয়মিত টাকা পাঠাত। ওর ফোনে লাহোরের সঙ্গে যোগাযোগের প্রমাণ মিলেছে।

আরও পড়ুন-গণতন্ত্র ও নিরাপত্তা : বৈঠকে জেলেনস্কি

দিল্লির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা পেগাসাস ব্যবহার করে বেশ কয়েকটি ফোনের সন্ধান পায়, তারই একটি গুড্ডুর। তারা রাজ্য পুলিশকে জানালে, তারা দায়িত্ব দেয় এসটিএফকে। শিলিগুড়ি থেকে এসটিএফের হাতে গ্রেফতার হয় গুড্ডু। তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে এসটিএফ। তার পরেই রাজ্য গোয়েন্দা, কেন্দ্রীয় গোয়েন্দা ও সেনা গোয়েন্দারাও দফায় দফায় জেরা করছে গুড্ডুকে। ওর বাড়ি বিহারের চম্পারণে। সেখানে স্ত্রী, সন্তান রয়েছে। বৃহস্পতিবার তাকে তার ভাড়াবাড়িতে নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয়। বাড়ির মালিকের কাছ থেকেও কিছু তথ্য মিলেছে। এখানে টোটো চালালেও ও পেশায় ইঞ্জিনিয়ার। ভাড়াবাড়িতে আড়ালে বেশ কিছু দামি জিনিস ছিল। ওকে চম্পারণে নিয়ে গিয়েও খোঁজখবর করার তোড়জোড় চলছে।

Latest article