সংবাদদাতা, সাগর : বৃহস্পতিবার ভোররাতে সাগরের বামনখালি বাজারে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল বারোটি দোকান। ভোর চারটে নাগাদ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আওয়াজ শুনে এলাকার মানুষ বেরিয়ে আসেন। দেখা যায় দোকানগুলি দাউদাউ করে জ্বলছে। একটি চায়ের দোকানে বেআইনি মজুত সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
আরও পড়ুন-বড়দিনে মেতে উঠতে তৈরি সেন্ট জোসেফ ক্যাথিড্রাল
মজুত সিলিন্ডারগুলি দ্রুত পাশের পুকুরে ফেলে দেয়। পরে দমকলের আরেকটি ইঞ্জিন এসে প্রায় ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। পুরো বাজার ঘুরে দেখে দমকলের কাজের প্রশংসা করেন তিনি। মন্ত্রী বলেন, ‘খুবই বিধ্বংসী ছিল আগুন। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। ক্ষতিগ্রস্তদের পাশে আছে সরকার। প্রশাসনের সঙ্গে ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। এলাকায় বিচ্ছিন্ন থাকা বিদ্যুৎ সংযোগ ফেরানোর ব্যবস্থা করা হয়েছে।’