সংবাদদাতা, আসানসোল : কম্বল নিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আয়োজক চৈতালি তেওয়ারির (Chaitali Tiwari) বাড়িতে নোটিশ পাঠিয়েছিল। কিন্তু তার আগেই গা-ঢাকা দেন চৈতালি। বৃহস্পতিবারও তালা ঝুলতে দেখা যায় তাঁদের ফ্ল্যাটে। খালি হাতে ফিরতে হয় আসানসোল পুলিশকে। ফেরার অবস্থাতেই তলে তলে হাইকোর্টে আবেদন করেন।
আরও পড়ুন-সাঁওতালি ভাষাকে স্বীকৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রীই
সেই মামলায় চৈতালিকে তিন সপ্তাহের রক্ষাকবচ দিল উচ্চ আদালত। বিচারপতি জয় সেনগুপ্ত তাঁর রায়ে বলেছেন, তবে তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে। এছাড়া সপ্তাহে দু’দিন দু’ঘণ্টা করে জেরা করা যাবে। আসানসোল-কাণ্ডে তিন বিজেপি কাউন্সিলর চৈতালি তেওয়ারি, গৌরব গুপ্ত এবং অমিত তুলসিয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।