সংবাদদাতা, আলিপুরদুয়ার : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আবাস যোজনার বাড়ি পাচ্ছেন ৭০০০ জন। মানুষের করের টাকা বাংলার উন্নয়নের কাজে দিতে টালবাহানা করছিল কেন্দ্রীয় সরকার। তবে মুখমন্ত্রী দিল্লি গিয়ে কেন্দ্রকে সমঝে দিতেই আবাস যোজনার প্রায় নয় হাজার কোটি টাকা দেবার প্রতিশ্রুতি দেয় কেন্দ্র।
আরও পড়ুন-সর্বজয়া
তারপরই রাজ্যে জুড়ে শুরু হয় আবাস যোজনার তালিকার তথ্য যাচাইয়ের কাজ। সেই কাজ এই মুহূর্তে একদম শেষ পর্যায়ে। ব্লক প্রশাসনের তথ্য অনুযায়ী যা জানা গেছে তা হল— প্রথম পর্যায়ে আলিপুরদুয়ার জেলার প্রান্তিক ব্লক কুমারগ্রামে প্রায় সাত হাজার মানুষ এই আবাস যোজনার ঘর পেতে চলেছে। কয়েক দফায় সমীক্ষার পর এই তালিকা প্রস্তুত হয়েছে। যদিও এই সমীক্ষার কাজে নানা অছিলায় বিজেপি বাধা দেবার চেষ্টা করেও সফল হয়নি।
আরও পড়ুন-ডাললেকের মতোই এবার শিকারাবিহার তিস্তায়
জেলা প্রশাসনের তরফে জেলাশাসক নিজেও জেলার বিভিন্ন এলাকায় সমীক্ষার কাজ খতিয়ে দেখেছেন। এই প্রসঙ্গে কুমারগ্রাম ব্লক তৃণমূল সভাপতি ধীরেশচন্দ্র রায় বলেন, মানুষের করের টাকায় মানুষ ঘর পাচ্ছে, এটা বিজেপির টাকা নয়। রাজ্য সরকার প্রশাসনের মাধ্যমে সঠিক সমীক্ষা করে বাংলার আবাস যোজনার ঘর প্রদান করছে এটা খুব ভাল বিষয়। আমরা চাই আরও বেশি মানুষ এই যোজনার আওতায় আসুক। কুমারগ্রামের বিডিও মিহির কর্মকার বলেন, প্রথম পর্যায়ে প্রায় সাত হাজার মানুষ আবাস যোজনার ঘর পাবে এই ব্লকে।