৩১ ডিসেম্বরে সারা দিন জুড়েই দেশজুড়ে উন্মাদনা তুঙ্গে ছিল ৷ নতুন বছর উপলক্ষে সেজে উঠেছিল দেশ৷ কলকাতা, ছাড়াও মুম্বই, দিল্লি ও চেন্নাই, এবং বেঙ্গালুুর শহরেও মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো৷ আর আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে থাকছে দলের ও শীর্ষ নেতৃত্বের তরফে নতুন অঙ্গীকার। প্রসঙ্গত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ভারতের একটি জাতীয় রাজনৈতিক দল। ১৯৯৮ সালের ১ জানুয়ারি পশ্চিমবঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেস ভেঙে এই দল প্রতিষ্ঠিত হয়। আজ রবিবার রবিবার ২৫ বছর পূর্ণ করল এই দল।
আরও পড়ুন-তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাদিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা
আজ, রবিবার প্রতিষ্ঠা দিবসে সারাদিন ধরেই সামাজিক কর্মসূচি করতে চলেছে তৃণমূল কংগ্রেস। সকালে তৃণমূল ভবনে দলের পতাকা উত্তোলন করা হয়। প্রত্যেকটি জেলা কার্যালয়ে আজ দলীয় পতাকা উত্তোলন হয়েছে। তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের মূল কার্যালয়ে নতুন ভবন তৈরির পরিকল্পনা চলছে আর সেই পরিপ্রেক্ষিতে আজ ভিত পুজো। সেখানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উপস্থিত থাকার কথা।
আরও পড়ুন-দুর্নীতির চাপে আত্মহত্যা ফের বিতর্ক কর্নাটকে
রবিবার আনুষ্ঠানিক ভাবে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস কিন্তু সোমবার ২ জানুয়ারি নজরুল মঞ্চে দলীয় কর্মীদের নিয়ে একটি অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের এই বিশেষ দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়াতে।