মাত্র কয়েকদিনের ব্যবধানে ওড়িশার রায়গড়ায় রহস্যমৃত্যু হয়ছে দুই রুশ নাগরিকের। নিখোঁজ হয়ে গিয়েছেন আরও একজন। ভারত ভ্রমণে এসে রায়গড়ার হোটেলে উঠেছিলেন তাঁরা। মৃতদের মধ্যে পাভেল আন্থভ ছিলেন পুতিন বিরোধী রুশ রাজনীতিক। জোড়া রহস্যমৃত্যুর ঘটনায় প্রশ্ন ওঠে, দুই রুশ নাগরিকের মৃত্যুর পিছনে পুতিনের কি কোনও যোগ রয়েছে? এই ঘটনা নিয়ে এবার তৎপর হল জাতীয় মানবাধিকার কমিশন। দুই রুশ নাগরিকের মৃত্যুর কারণ জানতে চেয়ে রায়গড়ের পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন। আগামী ৪ সপ্তাহের এই রিপোর্ট দিতে বলা হয়েছে।
আরও পড়ুন-নিম্নমানের বীজ, ব্যবস্থা কৃষি দফতরের
জানা গিয়েছে, মৃত পাভেল রাশিয়ার আইনসভার সদস্য। তিনি পুতিনের কট্টর বিরোধী বলেই পরিচিত। ইউক্রেন যুদ্ধের প্রকাশ্য বিরোধিতাও করেন তিনি। ওড়িশার হোটেলে দুই রুশ নাগরিকের রহস্যমৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। যদিও পুলিশের দাবি, এর মধ্যে কোনও রহস্য নেই। তবে এবার বিষয়টি নিয়ে সক্রিয় হল মানবাধিকার কমিশন। ওড়িশা পুলিশের কাছে আগামী চার সপ্তাহের মধ্যে দুই রুশ নাগরিকের মৃত্যুর ঘটনার রিপোর্ট চেয়েছে কমিশন। এর মধ্যেই ওড়িশায় আরও এক রুশ নাগরিকের নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। যদিও পুলিশের দাবি, ওই ব্যক্তি নিখোঁজ নন। তবে সোমবার পর্যন্ত ওই ব্যক্তির কোনও সন্ধান পায়নি পুলিশ।