নিম্নমানের বীজ, ব্যবস্থা কৃষি দফতরের

ঘটনাটি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের টাকামারি এলাকার। এলাকা পরির্দশনে আসেন কৃষি দফতর, ব্লক প্রশাসন ও ভূমি দফতরের আধিকারিকরা

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : গাছ হয়েছে। কিন্তু ফলন নেই। মটরশুঁটি চাষ করে মাথায় হাত প্রায় ৫০০ কৃষকের। নিম্নমানের বীজ দেওয়া হয়েছে। কৃষকদের কাছে এই অভিযোগ পেয়েই দ্রুত ব্যবস্থা নিল কৃষি দফতর। বন্ধ করে দেওয়া হয়েছে অভিযুক্ত দোকানগুলিও। দোকান মালিকদের দেওয়া হয়েছে নোটিশ।

আরও পড়ুন-দিল্লিতে তরুণীর মৃত্যু, গ্রেফতার বিজেপি নেতা

ঘটনাটি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের টাকামারি এলাকার। এলাকা পরির্দশনে আসেন কৃষি দফতর, ব্লক প্রশাসন ও ভূমি দফতরের আধিকারিকরা। ইতিমধ্যে একটি বীজের দোকান কৃষি দফতর সিল করে দিয়েছে। অন্যদিকে কৃষদের কাছ থেকে বীজ বিক্রি করে ৬০-৭০ লক্ষ টাকা নিয়েছিল দোকান মালিকরা। সেই টাকা ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে কৃষকদের পক্ষ থেকে। সমস্যা থেকে মুক্তি দিতে দফায় দফায় বৈঠক করছেন জেলার কৃষি আধিকারিকরা৷

Latest article