দিল্লিতে তরুণীর মৃত্যু, গ্রেফতার বিজেপি নেতা

অভিযুক্তদের এদিন ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়া হবে আশ্বাস দিয়েছেন পুলিশ কমিশনার।

Must read

নববর্ষ উদযাপনের রাতে দিল্লিতে একটি গাড়ি অন্তত ৪ কিলোমিটার টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিল স্কুটি আরোহী এক তরুণীকে। নৃশংস মৃত্যু হয়েছিল ওই তরুণীর। এ ঘটনায় দিল্লি পুলিশ এ পর্যন্ত ৫ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে মনোজ মিত্তাল দিল্লি প্রদেশ বিজেপির একজন শীর্ষনেতা। একটি দায়িত্বশীল দলের নেতা হয়েও মনোজের এ ঘটনায় জড়িয়ে পড়া সকলকেই অবাক করেছে। আমজনতা সকলেই ওই বিজেপি নেতার নিন্দা ও উপযুক্ত শাস্তির দাবিতে সরব হয়েছেন।

আরও পড়ুন-১০০ শয্যার ছাত্রীনিবাস হচ্ছে কালিয়াচকে

দিল্লি পুলিশের স্পেশ্যাল কমিশনার (ল অ্যান্ড অর্ডার) সাগর প্রীত হুডা সোমবার বলেন, পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছে। একই সঙ্গে এ বিষয়ে ফরেনসিক টিমের সহায়তাও নেওয়া হচ্ছে। পাশাপাশি তাঁরা মৃতার পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখছেন। অভিযুক্তদের এদিন ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়া হবে আশ্বাস দিয়েছেন পুলিশ কমিশনার।

Latest article