সংবাদদাতা, দুর্গাপুর : ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই বন্ধ করে দেওয়া হল এক বেসরকারি কারখানা। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের সরপি মোড় সংলগ্ন এই কারখানায় রড উৎপাদন হত। রবিবার রাতের শিফটে অন্য দিনের মতোই কাজ হয়। এদিন সকালে কারখানার গেটে সাময়িক কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন-বিশ্বভারতীতে ফের আন্দোলনে নামলেন পড়ুয়ারা, উপাচার্যের প্রতিহিংসায় মিলছে না বৃত্তি
নোটিশ দেখে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকেরা। কারখানা বন্ধের ফলে বছর শুরুর দিনেই কাজ হারালেন ৩১ জন শ্রমিক। সুভাষ রুইদাস, সন্দীপ বাউড়ি, মনেশ রুইদাসরা জানান, সকালে কাজ শেষ হতেই কারখানার গেটে বন্ধের বিজ্ঞপ্তি দেখতে পান। বিশেষ কারণে আপাতত একমাস কারখানা বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। শ্রমিকদের আশঙ্কা চিরতরেই বন্ধ করে দেওয়া হল। কারখানা বন্ধ করা হলে নিয়মানুযায়ী তিন মাসের বেতন ও অন্য আর্থিক সুযোগ-সুবিধা দেওয়ার দাবিতেই এদিনের বিক্ষোভ কর্মসূচি বলে শ্রমিকেরা জানান। কারখানা কর্তৃপক্ষের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তৃণমূলের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় জানান, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টির সমাধান করা হবে।