প্রতিবেদন : বড়দিন, বর্ষবরণের ছুটি কাটিয়েও তার দেখা নেই। অনুপস্থিতির রেকর্ড তৈরি করেছে এবারের শীত। হাওয়া অফিসও যখন তার আসা নিয়ে ধন্দে তখনই আবহাওয়া জানান দিল সে আসছে। সোমবারের তুলনায় মঙ্গলবার সকালে হালকা কনকনে ভাব ছিল। ছিল ঘন কুয়াশাও। সূর্যের ঘুম ভেঙেছে তুলনামূলক দেরিতে। উত্তুরে হাওয়া বইছে বেলা পর্যন্ত। ফলে শীতের আমেজ টের পাওয়া গিয়েছে। হাওয়া অফিসের হিসাব অনুযায়ী এদিনের তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।
আরও পড়ুন-বিকাশের বাড়িতে বিক্ষোভ
তবে সপ্তাহের শেষে জাঁকিয়ে পড়বে শীত, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার থেকে হবে পারদ পতন। তাপমাত্রা নামবে ১৩ ডিগ্রির নিচে। দু’দিন ঘন কুয়াশায় ঢাকা থাকবে রাজ্য। তবে কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এদিকে উত্তরে পাহাড়-সমতলে জমিয়ে শীত উপভোগ করছেন স্থানীয় থেকে পর্যটকরা। সিকিমে তুষারপাত হয়েছে। দার্জিলিংয়ে কনকনে ঠান্ডা থাকলেও তুষারপাতের সম্ভাবনা মঙ্গলবার উড়িয়ে দিয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে সিকিম আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিংয়ের সান্দাকফু, ফালুট-সহ বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। আর এরই রেশ ধরে সমতলে বাড়বে ঠান্ডা। মালদহ, দুই দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের সমতলে ভারী কুয়াশা থাকবে সকালের দিকে।