চিত্তরঞ্জন খাঁড়া: শহরে পৌঁছেই টিম হোটেলে উৎসবে মাতলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। উপলক্ষ কোচ রাহুল দ্রাবিড়ের ৫০তম জন্মদিন। বিমানবন্দর থেকে ক্রিকেটাররা মধ্য কলকাতার পাঁচতারা হোটেলে পৌঁছনোর পরই ক্রিকেটারদের নিয়ে জন্মদিনের কেক কাটেন দ্রাবিড়। কোচকে শুভেচ্ছা জানান রোহিত-হার্দিকরা। টি-২০ সিরিজ জয়ের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে দল। ইডেন গার্ডেন্সে দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্যে রোহিত শর্মার ভারত।
আরও পড়ুন-ধৃত সাদ্দামের সঙ্গে সিঙ্গাপুর কানেকশন
ইডেনে রোহিত-বিরাট শো দেখার জন্য শহরও জেগে উঠেছে। বুধবার দুপুর থেকেই ইডেনের বাইরে জড়ো হয়েছিলেন উৎসাহী ক্রিকেটপ্রেমীরা। আশায় ছিলেন, যদি বিরাট, রোহিতরা মাঠে আসেন। কিন্তু মেয়ের জন্মদিনের জন্য বিরাটের শহরে আসার কথা ছিল অনেক রাতে। মঙ্গলবার রাতে ম্যাচ খেলায় এদিন দু’দলের প্র্যাকটিসের কোনও সম্ভাবনাই ছিল না।
সিএবি অবশ্য ম্যাচ আয়োজনে কোনও ত্রুটি রাখতে চায় না। কলকাতার নগরপাল ব্যবস্থাপনা দেখে সবুজ-সংকেত দিয়েছেন। অফ ফর্ম কাটিয়ে পর পর দু’টি ওয়ান ডে’তে সেঞ্চুরি করে অনেকদিন পর ইডেনে নামছেন বিরাট। ভক্তরাও ইডেনে বিরাট-শো দেখতে মুখিয়ে। ইডেনের বরপুত্র রোহিতের সমর্থকরাও রো-হিট দেখতে চান।
আরও পড়ুন-ভারতকে নেতৃত্ব দিতে চান অশ্বিন
সিএবি জানিয়ে দিয়েছে, শীতের শহরে ক্রিকেট উৎসবের সাক্ষী থাকতে ২৭ হাজার দামের টিকিট বিক্রি হয়েছে। প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আবার জানিয়ে দিলেন, প্রায় হাউসফুল থাকবে ইডেন। ৫০ থেকে ৫৫ হাজার দর্শকের উপস্থিতি আশা করছে সিএবি। ম্যাচের বিরতিতে ওয়ান ডে বিশ্বকাপের মহড়া হিসেবে লেজার শো থাকছে। সঙ্গে পেলের ক্লিপিংস। ইডেন-বেল বাজিয়ে ম্যাচ শুরু করবেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গকারা।