জট কাটল হাইকোর্টে ফিরল স্বাভাবিক অবস্থা

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবকে চিঠি দিয়ে জানানো হয়েছে, বিচারপতি এবং আইনজীবীদের মধ্যে সুসম্পর্ক চায় বার

Must read

প্রতিবেদন : ধীরে ধীরে স্বাভাবিক হল কলকাতা হাইকোর্টের পরিবেশ। সোমবার এবং মঙ্গলবার, টানা দু’দিন আইনজীবীদের বিক্ষোভের পরে বুধবার সকাল থেকেই ফিরতে শুরু করে স্বাভাবিক অবস্থা। মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থা আদালত অবমাননার রুল জারি করার পরে বুধবার উঠে যায় বিক্ষোভকারী আইনজীবীদের অবস্থান আন্দোলন। ১৩ নম্বর এজলাসে এসে বসেন বিচারপতি রাজাশেখর মান্থা। বেশ কয়েকটি মামলার শুনানি হয়। শুনানি চলার সময়ই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বিচারপতি মান্থার কাছে দুঃখপ্রকাশ করেন গত দু’দিন আইনজীবীদের বিক্ষোভের জন্য।

আরও পড়ুন-হোটেলেই কেক কাটলেন ‘বার্থ ডে বয়’ দ্রাবিড়

বিক্ষোভকারী আইনজীবীদের আচরণের জন্য দুঃখপ্রকাশ করেন বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিকও। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবকে চিঠি দিয়ে জানানো হয়েছে, বিচারপতি এবং আইনজীবীদের মধ্যে সুসম্পর্ক চায় বার। তবে এদিনও অনুপস্থিত ছিলেন বেশ কয়েকজন আইনজীবী। বিচারপতি মান্থার অনুরোধ, কোর্টের সম্মান নষ্ট করবেন না। লক্ষণীয়, হাইকোর্টের পরিস্থিতি স্বাভাবিক করতে মঙ্গলবার মুখ্যসচিব এবং পুলিশ কমিশনারকে তলব করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দ্রুত পদক্ষেপের নির্দেশ দেন।

Latest article