সংবাদদাতা, সাগর : ঠান্ডায় জুবুথুবু গঙ্গাসাগর। রাতে পারদ ছিল নিম্নমুখী। রাত বাড়তেই সাধু থেকে পুণ্যার্থী সকলেই একটু উষ্ণতার খোঁজে ফিরছেন। যাত্রীনিবাসগুলি ধীরে ধীরে ভরে উঠছে। সময় যত গড়াবে ভিড় বাড়বে। বৃহস্পতিবার সকাল থেকে কাকদ্বীপ লট নম্বর আট ও কচুবেড়িয়া দিয়ে হাজার হাজার পুণ্যার্থী সাগরমুখী। বুধবার দুপুরে সাগরের কৃষ্ণনগরের বিনোদমোড়ে দুর্ঘটনায় জখম হয়েছেন দুটি গাড়ির চালক ও বেশ কয়েকজন পুণ্যার্থী। তার পরই পুলিশ স্পিডোমিটার নিয়ে রাস্তায় নজরদারি চালাচ্ছে। গতি বাড়ালেই জরিমানা।
আরও পড়ুন-কেতুগ্রামে গুলিতে খুন তৃণমূলকর্মী
বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রী অরূপ বিশ্বাস, পুলক রায়, সুজিত বসু মেলায় আসেন। এবার মকর সংক্রান্তিতে ভিড়ের নিরিখে অতীতের সব রেকর্ড ভেঙে যেতে পারে। তাই জল, স্থল ও আকাশে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নৌসেনার প্রশিক্ষিত ডুবুরিরা এসেছেন। উপকূলরক্ষী বাহিনী কপ্টারে নজর রাখছে। মেলায় ধ্যানকেন্দ্রে বিদেশি ভক্তেরা হাজির। বৃহস্পতিবার শুরু হল গঙ্গা-আরতি। কপিলমুনি মন্দিরের সামনে থেকে শোভাযাত্রা তিন নম্বর তটে গিয়ে শুরু হয় আরতি। জেলাশাসক সুমিত গুপ্ত শোভাযাত্রায় অংশ নেন। জমকালো আরতি দেখে উচ্ছ্বসিত পূণ্যার্থীরা।
আরও পড়ুন-আবাস দুর্নীতিতে বিজেপি পরিবার
সংবাদদাতা, সাগর : ঠান্ডায় জুবুথুবু গঙ্গাসাগর। রাতে পারদ ছিল নিম্নমুখী। রাত বাড়তেই সাধু থেকে পুণ্যার্থী সকলেই একটু উষ্ণতার খোঁজে ফিরছেন। যাত্রীনিবাসগুলি ধীরে ধীরে ভরে উঠছে। সময় যত গড়াবে ভিড় বাড়বে। বৃহস্পতিবার সকাল থেকে কাকদ্বীপ লট নম্বর আট ও কচুবেড়িয়া দিয়ে হাজার হাজার পুণ্যার্থী সাগরমুখী। বুধবার দুপুরে সাগরের কৃষ্ণনগরের বিনোদমোড়ে দুর্ঘটনায় জখম হয়েছেন দুটি গাড়ির চালক ও বেশ কয়েকজন পুণ্যার্থী। তার পরই পুলিশ স্পিডোমিটার নিয়ে রাস্তায় নজরদারি চালাচ্ছে। গতি বাড়ালেই জরিমানা। বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রী অরূপ বিশ্বাস, পুলক রায়, সুজিত বসু মেলায় আসেন। এবার মকর সংক্রান্তিতে ভিড়ের নিরিখে অতীতের সব রেকর্ড ভেঙে যেতে পারে। তাই জল, স্থল ও আকাশে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নৌসেনার প্রশিক্ষিত ডুবুরিরা এসেছেন। উপকূলরক্ষী বাহিনী কপ্টারে নজর রাখছে। মেলায় ধ্যানকেন্দ্রে বিদেশি ভক্তেরা হাজির। বৃহস্পতিবার শুরু হল গঙ্গা-আরতি। কপিলমুনি মন্দিরের সামনে থেকে শোভাযাত্রা তিন নম্বর তটে গিয়ে শুরু হয় আরতি। জেলাশাসক সুমিত গুপ্ত শোভাযাত্রায় অংশ নেন। জমকালো আরতি দেখে উচ্ছ্বসিত পূণ্যার্থীরা।
আরও পড়ুন-বাস্তবের গল্প হওয়ার গল্প
মেলায় দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন কতটা তৎপর তার প্রমাণ মিলল। গঙ্গাসাগরে মেলায় অসুস্থ এক পুণ্যার্থীকে হেলিকপ্টারে কলকাতায় পাঠাল। উত্তরপ্রদেশের বালিয়া জেলার কেউরাপুরমের ৩৭ বছরের চন্দ্রাবতী বর্মা। বৃহস্পতিবার বেলায় তাঁর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় কলকাতায় রেফার করার সিদ্ধান্ত নেন ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার সিএমওএইচ জয়ন্ত সুকুল। তৎক্ষণাৎ তাঁকে হেলিকপ্টারে হাওড়ার ডুমুরজলায় পাঠানো হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে এমআর বাঙ্গুর হাসপাতালে। তাঁর পরিবারকেও খবর দেওয়া হয়েছে। জেলাশাসক সুমিত গুপ্ত জানান, হাসপাতালে ভর্তির সমস্ত ব্যবস্থা তৈরি।
আরও পড়ুন-স্পিকার সম্মেলনে সরব বিমান
মেলায় দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন কতটা তৎপর তার প্রমাণ মিলল। গঙ্গাসাগরে মেলায় অসুস্থ এক পুণ্যার্থীকে হেলিকপ্টারে কলকাতায় পাঠাল। উত্তরপ্রদেশের বালিয়া জেলার কেউরাপুরমের ৩৭ বছরের চন্দ্রাবতী বর্মা। বৃহস্পতিবার বেলায় তাঁর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় কলকাতায় রেফার করার সিদ্ধান্ত নেন ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার সিএমওএইচ জয়ন্ত সুকুল। তৎক্ষণাৎ তাঁকে হেলিকপ্টারে হাওড়ার ডুমুরজলায় পাঠানো হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে এমআর বাঙ্গুর হাসপাতালে। তাঁর পরিবারকেও খবর দেওয়া হয়েছে। জেলাশাসক সুমিত গুপ্ত জানান, হাসপাতালে ভর্তির সমস্ত ব্যবস্থা তৈরি।