প্যারিস, ১৪ জানুয়ারি : বিশ্বকাপ জিতেও ফিফার কড়া শাস্তির মুখে আর্জেন্টিনা। লিওনেল মেসিদের বিরুদ্ধে বিশ্বকাপ জেতার পর ভাঙচুর এবং স্টেডিয়ামের সম্পত্তি নষ্টের গুরুতর অভিযোগ উঠেছে। যা নিয়ে তদন্ত শুরু করেছে ফিফা। শৃঙ্খলাভঙ্গের এই অভিযোগ প্রমাণিত হলে, মেসিদের কপালে কড়া শাস্তি অপেক্ষা করছে।
আরও পড়ুন-সাগরসঙ্গমে বিকেলেই ৩৯ লক্ষ পুণ্যার্থীর সমাগম, উদ্দীপনার ঢেউয়ে শুরু হল মকরস্নান
ফিফার তরফ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপ জেতার পর উৎসব করতে গিয়ে স্টেডিয়ামের যে জায়গায় মেসিদের সাক্ষাৎকার দেওয়ার কথা ছিল, সেখানে ভাঙচুর করেন আর্জেন্টাইন ফুটবলাররা। যাতে নেতৃত্ব দেন স্বয়ং মেসি! এছাড়া অপেক্ষায় থাকা সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকারও দেননি আর্জেন্টিনার ফুটবলাররা।
আরও পড়ুন-ভারতের সামনে আজ ইংল্যান্ড, বিশ্বকাপ হকি
এখানেই শেষ নয়, আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বিরুদ্ধেও অশালীন আচরণের অভিযোগ উঠেছে। বিশ্বকাপের সেরা গোলরক্ষক হয়ে সোনার গ্লাভস জেতার পর পুরস্কার মঞ্চেই সেটি নিয়ে অশালীন অঙ্গভঙ্গি করেন মার্টিনেজ। যা নিয়ে ইতিমধ্যেই ফিফার সদর দফতরে অভিযোগ জমা পড়েছে। গোটা ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। শৃঙ্গখলাভঙ্গের অভিযোগে তদন্তও শুরু করেছে তারা। আর্জেন্টিনা ফুটবল সংস্থাকে গোটা ঘটনা জানিয়ে এই তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে ফিফার তরফ থেকে। তবে তদন্তের জন্য কোনও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। সময়মতোই সেটা হবে।
আরও পড়ুন-আদিবাসী-অধ্যুষিত হবিবপুরে পাকা রাস্তা
এছাড়া বিশ্বকাপে অংশ নেওয়া আরও তিনটি দেশ—মেক্সিকো, সার্বিয়া ও ইকুয়েডরকে মোটা অঙ্কের জরিমানা করছে ফিফা। সুইজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছিলেন সার্বিয়ার সমর্থকরা। তাই সার্বিয়া ফুটবল ফেডারেশনেক ভারতীয় মুদ্রায় ৪৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, গ্রুপ পর্বের ম্যাচে সমকাম বিরোধী মন্তব্য করেছিলেন মেক্সিকো সমর্থকরা। তাই সে দেশের ফুটবল সংস্থাকে ভারতীয় মুদ্রায় ৮৮ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। চিলি ম্যাচে সমর্থকদের অশালীন আচরণের জন্য ইকুয়েডর ফুটবল ফেডারেশনকে ভারতীয় মুদ্রায় ১৮ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।