ভারতের সামনে আজ ইংল্যান্ড, বিশ্বকাপ হকি

ইংল্যান্ডকে সমীহ করলেও, বাড়তি গুরুত্ব দিতে নারাজ ভারতীয় শিবির। কোচ গ্রাহাম রিড তো বলেই দিচ্ছেন, ‘‘ইংল্যান্ড শক্তিশালী দল।

Must read

রৌরকেল্লা, ১৪ জানুয়ারি : স্পেনের বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। রবিবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে হরমনপ্রীত সিংদের সামনে ইংল্যান্ড। যারা প্রথম ম্যাচে ওয়েলসকে পাঁচ গোলে বিধ্বস্ত করেছে। ফলে ভারতীয়দের সামনে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, সেটা বলাই বাহুল্য।

আরও পড়ুন-আদিবাসী-অধ্যুষিত হবিবপুরে পাকা রাস্তা

ইংল্যান্ডকে সমীহ করলেও, বাড়তি গুরুত্ব দিতে নারাজ ভারতীয় শিবির। কোচ গ্রাহাম রিড তো বলেই দিচ্ছেন, ‘‘ইংল্যান্ড শক্তিশালী দল। প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে। তবে আমার ছেলেরাও তৈরি। কাল মাঠে নেমে ওরা নিজেদের সেরাটাই দেবে।’’ প্রথম ম্যাচে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট রিড আরও বলেন, ‘‘প্রথম ম্যাচ জেতাটা জরুরি ছিল। স্পেন ম্যাচে আমাদের রক্ষণ যে খেলাটা খেলেছে, তাতে কোচ হিসেবে আমি খুশি। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ভাল রেজাল্ট করতে গেলে রক্ষণকে আঁটসাঁট হতেই হবে।’’ তবে রিড স্বীকার করছেন, পেনাল্টি কর্নার নেওয়ার ক্ষেত্রে তাঁর দলকে আরও উন্নতি করতে হবে।

আরও পড়ুন-আগামী সপ্তাহ থেকে প্লাস্টিক মুক্ত শহর হবে জলপাইগুড়ি

শক্তির বিচারে ভারত ও ইংল্যান্ডের মধ্যে খুব একটা পার্থক্য নেই। গত বছর দু’দল তিনবার পরস্পরের মুখোমুখি হয়েছি। প্রো লিগের প্রথম ম্যাচটা ৩-৩ ড্র হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৪-৩ গোলে হারিয়েছিল ভারত। এরপর বার্মিংহাম কমনওয়েলথ গেমসে দু’দলের ম্যাচটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৪-৪ ড্র হয়েছিল। রবিবারও একটি উপভোগ্য ম্যাচের সাক্ষী থাকতে চলেছেন দর্শকরা।

Latest article