প্রতিবেদন : অমর্ত্য সেন (Amartya Sen- CPIM) বাংলার মুখ্যমন্ত্রীকে আগামিদিনে দেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী বলার পরেই মুশকিলে পড়েছে বামেরা। এই আবহাওয়াতেই অবশেষে বামেরা মানতে বাধ্য হল বাংলার মুখ্যমন্ত্রীই ভবিষ্যতের প্রধানমন্ত্রী। সিপিএম মুখপাত্র সুজন চক্রবর্তী বলছেন, অমর্ত্য সেন বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে। ভুল তো বলেননি। আগামিদিনে সরকার গড়ার ক্ষেত্রে আঞ্চলিক দলগুলির যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে সেটাই পরিষ্কার করেছেন নোবেলজয়ী। বাংলার মুখ্যমন্ত্রী কি পারবেন বিজেপি বিরোধী শক্তিকে একজোট করতে? সিপিএম বলছে, এটাই তো প্রশ্ন। কিন্তু বিজেপি বিরোধী শক্তিকে জোটবদ্ধ করার জন্য অমর্ত্য (Amartya Sen- CPIM) বাম নয়, বাংলার মুখ্যমন্ত্রীর উপরই যে ভরসা রেখেছেন সেটা হাড়ে হাড়ে বুঝেছে সিপিএম।
আরও পড়ুন-জয় শ্রীরাম না বলায় এক ব্যক্তিকে চলন্ত ট্রেনেই নগ্ন করে মারধর