নয়াদিল্লি : দ্বিতীয় দফার শৈত্যপ্রবাহের দাপটে কাঁপছে সমগ্র উত্তর ভারত সহ রাজধানী দিল্লি। ২৩ বছরে প্রথম রাজধানী দিল্লির তাপমাত্রা সোমবার নামল ১.৪ ডিগ্রিতে। এদিন ছিল মরশুমের শীতলতম দিন। প্রবল ঠান্ডা এবং ঘন কুয়াশার জেরে কার্যত বিপর্যস্ত রাজধানীর জনজীবন। কুয়াশায় দৃশ্যমানতা নেমেছে ৫০ মিটারে, যার ফলে ট্রেন এবং বিমান চলাচল বিঘ্নিত।
আরও পড়ুন-মিড-ডে মিল দেখবে রাজ্য প্রতিনিধিরাও
মৌসম ভবন আগেই সতর্ক করে বলেছিল দ্বিতীয় দফার শৈত্যপ্রবাহ শুরু হয়ে যাবে ১৫ জানুয়ারির পর থেকেই। পূর্বাভাস অনুযায়ী মকর সংক্রান্তি কাটতে না কাটতেই শুরু হয়ে গিয়েছে শৈত্যপ্রবাহ। সোমবার সকাল থেকেই কনকনে ঠান্ডা হাওয়ায় কাহিল দিল্লিবাসী। সঙ্গে দোসর ঘন কুয়াশা। আইএমডির পক্ষ থেকে সতর্কতা জারি করে বলা হয়েছে, উত্তর-পশ্চিম ভারতে আগামী তিনদিন চলবে শৈত্যপ্রবাহের দাপট। এজন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। ১৮ জানুয়ারি পর্যন্ত ক্রমশ নামতে থাকবে তাপমাত্রা।
আরও পড়ুন-বইমেলার প্রস্তুতি শুরু জোরকদমে
রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৭ ডিগ্রি আর শনিবার ১০.২ ডিগ্রি সেলসিয়াস। তারপর হঠাৎই একধাক্কায় তাপমাত্রার এই পতন কাঁপিয়ে দিয়েছে দিল্লিবাসীকে। এর পাশাপাশি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ ও রাজস্থানের কিছু অংশেও শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হরিয়ানার সর্বনিম্ন তাপমাত্রা সোমবার ছিল ০.৮ ডিগ্রি সেলসিয়াস। পাঞ্জাবের অমৃতসরে তাপমাত্রা নেমেছিল ১.৫ ডিগ্রিতে। আগামী পাঁচদিন দিল্লি সহ সমগ্র উত্তর ভারতে ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। যান চলাচলের ক্ষেত্রেও আমজনতাকে সতর্ক থাকতে বলা হয়েছে।