বইমেলার প্রস্তুতি শুরু জোরকদমে

সোমবার দুপুরে সল্টলেকে মেলা প্রাঙ্গণ পরিদর্শনের পর মেলার আয়োজক পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় একথা জানান

Must read

প্রতিবেদন : ৪৬ তম কলকাতা বইমেলা শুরু হতে চলেছে আগামী ৩০ জানুয়ারি। এবার থিম কান্ট্রি ‘স্পেন’। কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বইমেলার উদ্বোধনের সময়ের পরিবর্তন হচ্ছে এবার। বিকেল সাড়ে চারটের পরিবর্তে এবার দুপুর ২টোর সময় বইমেলার উদ্বোধন হবে।

আরও পড়ুন-কর্নাটকের জেল থেকে হুমকি ফোন

সোমবার দুপুরে সল্টলেকে মেলা প্রাঙ্গণ পরিদর্শনের পর মেলার আয়োজক পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় একথা জানান। পরিদর্শনে ছিলেন গিল্ড-এর সভাপতি সুধাংশুশেখর দে, বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা-সহ বিধাননগর পুলিশ আধিকারিকরা, পূর্ত দফতর ও বিধাননগর কর্পোরেশনের প্রতিনিধিরা। জানা গিয়েছে, এবার সল্টলেকের বইমেলা ঘিরে কড়া নিরাপত্তাবলয় গড়ে তোলা হচ্ছে। ক্লোজড সার্কিট ক্যামেরার পাশাপাশি থাকছে ওয়াচ টাওয়ার। এবার মেলার বাইরে খাবার গরম করা এবং রান্নার ব্যবস্থা করা হয়েছে। মোট ছোট বড় মিলে ৯০০ স্টল দেওয়া হবে বইমেলায়। একাধিক গাড়ি পার্কিং ব্যবস্থা থাকছে। আগামী বছর থেকে সল্টলেকে কলকাতা বইমেলা প্রাঙ্গণে পথচারীদের রাস্তা পারাপারের জন্য সাবওয়ে ব্যবস্থা চালু হবে। কলকাতা বইমেলা প্রাঙ্গণের পাশাপাশি চারপাশের উদ্যান এবং পেছনে জলাশয় আলো দিয়ে বিশেষভাবে সাজানো হবে। মেলা প্রাঙ্গণে একাধিক বায়ো টয়লেটের ব্যবস্থা রাখা হচ্ছে।

Latest article