রিয়াধ, ১৮ জানুয়ারি : বৃহস্পতিবার ফুটবল বিশ্বের নজর থাকবে রিয়াধে। দু’দিন আগেই সৌদি আরবের রাজধানীতে এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতেছে বার্সেলোনা। এবার সেই কিং ফাহাদ স্টেডিয়ামেই দেখা যাবে আরও এক লড়াই। যেখানে ফ্রেন্ডলি ম্যাচে লিওনেল মেসির পিএসজি-র মুখোমুখি হবে সৌদির দুই সেরা ক্লাব আল নাসের এবং আল হিলালের সম্মিলিত তারকা একাদশ। আরবের অলস্টার একাদশের নেতৃত্বে থাকবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
আরও পড়ুন-হেলিপ্যাড থেকে নেমে হাসিমারার গুরুদুয়ারে প্রার্থনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক, খেলেন প্রসাদ
এই ম্যাচ দিয়েই আরবের মাটিতে অভিষেক হচ্ছে সিআর সেভেনের। দলের অধিনায়কের আর্মব্যান্ড গ্রহণ করছেন, সেই ভিডিও প্রকাশ করেছেন সৌদি ফুটবল সংস্থার এন্টারটেইনমেন্ট বিভাগের প্রধান তুর্কি আল শেখ।
মেসি-রোনাল্ডোর দ্বৈরথের কারণেই এই ম্যাচ নিয়ে তীব্র উত্তেজনা ও উৎসাহের বাতাবরণ। পাশাপাশি এই ম্যাচ থেকে মেসি-এমবাপেদের ক্লাবের আয় হবে এক কোটি ইউরো। পিএসজি-র এই বিপুল আয়ের খবর নিশ্চিত করেছে বিখ্যাত ফরাসি সংবাদমাধ্যম লেকিপ। এই ম্যাচ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে। তা থেকেও বিপুল অর্থ পিএসজি-র তহবিলে আসবে। গত মরশুমে ৩৮ কোটি ইউরো ক্ষতি হয়েছিল ফরাসি ক্লাবটির। এবারও ক্ষতির সামনে রয়েছে পিএসজি। এই ম্যাচ থেকে ক্ষতি অনেকটা পুষিয়ে দিতে চায় মেসিদের ক্লাব।
আরও পড়ুন-সার্ভে পার্কের ফ্ল্যাট থেকে উদ্ধার একেন বাবুর স্রষ্টার মৃতদেহ
৬৮ হাজার দর্শক আসনে যে তিল ধারণের জায়গা থাকবে না, তা বলাই যায়। নিলামে এই ম্যাচের বিশেষ টিকিটের দাম ওঠে ২৭ কোটি ৯ লাখ টাকা। টিকিটে খেলা দেখার পাশাপাশি মেসি-রোনাল্ডোদের সঙ্গে কথা বলা, ছবি তোলারও সুযোগ মিলবে।