প্রতিবেদন : ভোট এলেই বিজেপির মেকি দলিত প্রীতি উথলে ওঠে। অথচ বাস্তবে বিজেপি শাসিত রাজ্যগুলিতেই দলিতদের অবস্থা সবচেয়ে খারাপ৷ যোগীরাজ্য উত্তরপ্রদেশে ফের ঘটল দলিত হত্যার ঘটনা। এক বয়স্ক ব্যক্তিকে বাইকে ধাক্কা দেওয়ার অভিযোগ তুলে উন্মত্ত জনতা পিটিয়ে মারল এক দলিত যুবককে। উত্তরপ্রদেশের দেওরিয়ার ঘটনা। জানা গিয়েছে, চলতি মাসের ১৩ তারিখে বাইক নিয়ে যাওয়ার সময় এক বয়স্ক ব্যক্তিকে ধাক্কা দেন ওই দলিত যুবক। তিনি স্থানীয় ইটভাটায় কাজ করতেন। বাইকের আঘাতে বৃদ্ধের পা ভেঙে যায়।
আরও পড়ুন-যাচ্ছেন না আইনজীবীরা
এরপর ওই দলিত যুবককে আটকে রেখে লাঠি দিয়ে প্রচণ্ড মারধর করে জনতা। মারের চোটে জ্ঞান হারান ওই যুবক। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে পাঠানো হয় গোরক্ষপুরের মেডিক্যাল কলেজে। চিকিৎসা শুরু হলেও শেষরক্ষা হয়নি। ১৬ জানুয়ারি গোরক্ষপুরের মেডিক্যাল কলেজেই যুবকের মৃত্যু হয়। তবে ওই যুবকের মৃত্যুর পর দু’দিন কেটে গেল এখনও কোনও অভিযুক্তকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ, অভিযুক্তরা উচ্চবর্ণের হওয়ায় পুলিশ তাদের ধরছে না। এ ঘটনায় গুজেশ্বর যাদব, রামহংস যাদব, শৈলেশ যাদব, শ্রীরাম যাদব, রামপ্রবেশ যাদব ও রাজু যাদবের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারার পাশাপাশি তফসিলি জাতি, উপজাতি আইনেও মামলা দায়ের হয়েছে। পুলিশি প্রহরায় মৃতের পরিবারকে দ্রুত শেষকৃত্য করতে বাধ্য করা হয়।