সংবাদদাতা, জঙ্গিপুর : মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের (By Election- Sagardighi) দিন ঘোষণা হতেই জোরকদমে প্রচারে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। বুধবার জাতীয় নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘি কেন্দ্রে উপনির্বাচন। ২ মার্চ গণনা। ২৯ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন সাগরদিঘির তৃণমূল বিধায়ক তথা উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সুব্রত সাহা। সাগরদিঘির পরপর তিনবারের বিধায়ক ছিলেন সুব্রত। নির্বাচনের দিন ঘোষিত হতেই সন্ধে থেকে বিভিন্ন এলাকায় দেওয়াল লিখন শুরু করেছে তৃণমূল কর্মী-সমর্থকেরা। বুধবার সন্ধে থেকে পাটকেলডাঙা, গোবর্ধনডাঙা, বালিয়া প্রভৃতি এলাকাতে দেওয়ালে চুনকাম করা হচ্ছে। যদিও প্রার্থীর নাম লেখা হয়নি।
সাগরদিঘি (By Election- Sagardighi) কেন্দ্রে প্রার্থী হওয়ার জোরালো দাবিদার জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ। পাশাপাশি বহরমপুর পুরপ্রধান নাড়ুগোপাল মুখোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক মইনুল হক-সহ একাধিক নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছে।
জঙ্গিপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান কানাইচন্দ্র মণ্ডল বলেন, দলনেত্রী যাঁকেই প্রার্থী করবেন, আমরা তাঁর হয়েই প্রচার করব। তৃণমূল দেওয়াল লিখন শুরু করলেও কংগ্রেস বা বিজেপির নেতা-কর্মীদের এখনও ময়দানে দেখা যায়নি।
আরও পড়ুন-দায়িত্ব নিয়েই কাজে গতি আনতে তৎপর দার্জিলিং পুরপ্রধান