ঝড় তুলে তৃতীয় রাউন্ডে জকোভিচ

দু’মাস টেনিসের বাইরে নাদাল

Must read

মেলবোর্ন, ১৯ জানুয়ারি : মরশুমের প্রথম গ্র্যান্ড স্ল্যামের আসরে অপ্রতিরোধ্য দেখাচ্ছে নোভাক জকোভিচকে (Novak Djokovic- Australian Open)। খেতাবের আরেক দাবিদার রাফায়েল নাদাল বুধবার ছিটকে গিয়েছেন। যদিও বৃহস্পতিবার ফরাসি প্রতিদ্বন্দ্বী এমজো কাউকডকে ৬-১, ৬-৭ (৫/৭), ৬-২, ৬-০ সেটে উড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন ৯বারের চ্যাম্পিয়ন জকো। প্রথম সেট হেলায় জেতার পর, দ্বিতীয় সেট টাইব্রেকারে হেরে যান সার্ব টেনিস তারকা। পরের দুটো সেট অবশ্য ফরাসি প্রতিপক্ষকে কার্যত দাঁড় করিয়ে জিতে ম্যাচ পকেটে পুরে নেনে জকোভিচ (Novak Djokovic- Australian Open)। তবে এদিনই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় বাছাই ক্যাসপার রুড। চার সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর রুডকে ৬-৩, ৭-৫, ৬-৭ (৪), ৬-২ ব্যবধানে হারিয়ে চমক দেন আমেরিকার জেনসন ব্রুকসবি। ছিটকে গিয়েছেন মেয়েদের সিঙ্গলস খেতাব জয়ের অন্যতম দাবিদার ওন্স জাবেউরও।

আরও পড়ুন-ওয়েলসকে হারিয়েও ঝুলে থাকল ভারত

এদিকে, বৃহস্পতিবারই সোশ্যাল মিডিয়া পোস্টে নাদাল জানিয়ে দিলেন, বাঁ-পায়ের পেশিতে চিড় ধরায় প্রায় দু’মাস তাঁকে কোর্টের বাইরে থাকতে হবে। আপাতত বিশ্রামে থেকে ফিজিওথেরাপি চালিয়ে যেতে হবে। এদিন ট্যুইটারে রাফা লেখেন, ‘‘অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে হারের পর আমার মেডিক্যাল টেস্ট হয়। সেই রিপোর্ট হাতে পেয়েছি। এমআরআই রিপোর্ট বলছে, বাঁ-পায়ের পেশিতে গ্রেড টু টিয়ার। সাধারণভাবে সেরে উঠতে ৬ থেকে ৮ সপ্তাহ সময় লাগে। এখন খেলা থেকে দূরে থেকে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে এবং ফিজিওথেরাপি চালিয়ে যেতে হবে।’’ প্রত্যাবর্তনের ব্যাপারে জোর দিয়ে কিছু না বললেও নাদাল ইঙ্গিত দিয়ে রাখলেন, চোট সারিয়ে রিহ্যাব প্রক্রিয়া শেষে নিজস্ব ছন্দেই কোর্টে ফেরার চেষ্টা চালিয়ে যাবেন।

Latest article