ফের মেঘালয় যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee- Meghalaya)। আগামিকাল, ২৪ জানুয়ারি মেঘালয় যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মেঘালয়ে বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে দলের ইস্তেহার প্রকাশ করতে চলেছে জোড়াফুল শিবির।
আরও পড়ুন: নেতাজির জন্মদিবসে প্রকাশের পরেই হিট মুখ্যমন্ত্রীর লেখা দেশাত্মবোধক গানের সংকলন
আগামী ২৭ ফেব্রুয়ারি মেঘালয়ের নির্বাচন। সেখানে জোরকদমে ভোট প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস। গত ১৮ জানুয়ারি মেঘালয়ে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee- Meghalaya)। সেখানকার সভা থেকে মেঘালয়ে সরকার গড়ার বিষয়ে আশা প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো। আগামিকাল ইস্তেহার প্রকাশ করে মেঘালয়ের মানুষের জন্য একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Our commitment to Meghalaya’s welfare is resolute!
National General Secretary Shri @abhishekaitc will visit the hill state on January 24th to release the Election Manifesto & TMC’s 10 Pledges for Meghalaya.
Upholding our progressive vision, we shall bring change for all. pic.twitter.com/nm228sTfWW
— All India Trinamool Congress (@AITCofficial) January 23, 2023