সংবাদদাতা, হুগলি : পেট্রোল-ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামবৃদ্ধি, রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা, বাংলার আবাস যোজনায় কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে হুগলির মসাটে এক বিশাল প্রতিবাদসভা করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার। শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে। সভায় ছিলেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক অসিত মজুমদার, বিধায়ক অসীমা পাত্র, জেলা শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি অরিন্দম গুঁই, সুবীর মুখোপাধ্যায় প্রমুখ। সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন-নেওয়া হবে সমস্ত পুর এলাকার নাগরিকদের মতামত, রাজ্যে পুরপরিষেবা খতিয়ে দেখবেন মন্ত্রী
স্নেহাশিস বলেন, দিদির দূত ও দিদির সুরক্ষা কবচ কর্মসূচিকে বিজেপি খুব ভয় পেয়ে গিয়েছে। বুঝে গিয়েছে মানুষের পাশে তৃণমূল ছিল আর তৃণমূলের পাশে মানুষ সব সময় আছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তাতে বিজেপি কিছু করতে পারবে না জেনে এখন থেকেই বাংলাকে বদনাম করার আর চারিদিকে অশান্তি সৃষ্টির কাজে নেমে পড়েছে। অসীমা বলেন, বিজেপি শুধুই মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করতে জানে, মানুষের জন্য কাজ করতে হয় কীভাবে তা জানে না। মুখমন্ত্রী যেভাবে মানুষের জন্য একের পর এক উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আসছেন বিজেপি তত বাংলা থেকে শেষ হয়ে যাচ্ছে। পঞ্চায়েত ভোটের পর বাকি আর কিছুই থাকবে না।
আরও পড়ুন-সরস্বতী পুজোর মুখেই চালু হাওড়া ফুলবাজার
তৃণমূল নেতৃত্ব একসুরে বলেন, রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলো আরও মানুষের কাছে নিয়ে যেতে হবে, কেউ যেন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন সেটা নিশ্চিত করতে হবে। আরও বেশি বেশি করে যেতে হবে মানুষের দরবারে। তাঁদের সুবিধা-অসুবিধা দেখতে হবে।