সোমবার থেকে চার দিনের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী (chief minister)। বিশেষ গুরুত্ব রয়েছে বীরভূমকে কেন্দ্র করে। প্রশাসনিক দিক থেকে এই সফর যেমন গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন-চলো মন বনভোজনে
সোমবার বিকেলে বোলপুর পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনদিন বোলপুরেই থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বইমেলার উদ্বোধন অনুষ্ঠান শেষ করে বিধান নগর থেকে হেলিকপ্টারে বোলপুরের সরকার ডাঙ্গা হেলিপ্যাড পৌঁছাবেন মমতা। সোমবার রাতে বোলপুরেই থাকবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ফের বোলপুর থেকে হেলিকপ্টারে করে যাবেন মালদার উদ্দেশ্যে।
আরও পড়ুন-দিদির দূত হয়ে অভিষেকও যাবেন মানুষের কাছে
মালদাতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুয়ারে সরকার কর্মসূচির বিভিন্ন পরিষেবা মুখ্যমন্ত্রী তুলে দেবেন। পড়ুয়াদের সাইকেল দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মালদা জেলার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মমতা। বুধবার দুপুরের ডাকবাংলো মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।