প্রতিবেদন : রাষ্ট্রপতি সম্পর্কে মন্ত্রী অখিল গিরির মন্তব্যের জেরে মামলা হয়। আর ওই মামলায় যুক্ত করা হয় মুখ্যমন্ত্রীর নাম। কিন্তু সেই মামলা থেকে নিষ্কৃতি পেলেন মুখ্যমন্ত্রী। সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ, এই ঘটনার সঙ্গে মুখ্যমন্ত্রী কোনও ভাবেই যুক্ত নন। তাঁকে এই মামলায় যুক্ত করা অযৌক্তিক।
আরও পড়ুন-মিড ডে মিল দেখে খুশি কেন্দ্রীয় দল
তাই এই মামলা থেকে বাদ দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। নন্দীগ্রামে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতি সম্পর্কে অনভিপ্রেত মন্তব্য করেছিলেন মন্ত্রী অখিল গিরি।