প্রতিবেদন : মানুষের সমর্থন নিয়ে নয়, টাকা দিয়ে বিধায়ক কিনে পিছনের দরজা দিয়ে মহারাষ্ট্রের ক্ষমতা দখল করেছে বিজেপি। সম্প্রতি এই অভিযোগ করেছে বিরোধীরা। সেই অভিযোগ যে আদৌ ভিত্তিহীন নয়, তার প্রমাণ মিলল। মহারাষ্ট্রে সদ্য হওয়া বিধান পরিষদের ভোটে কার্যত দুরমুশ হতে হয়েছে বিজেপিকে। বিধান পরিষদের নির্বাচনে নাগপুরে মহা বিকাশ আগাড়ির কাছে হারতে হল বিজেপিকে। বিধানসভার পাশাপাশি মহারাষ্ট্রে রয়েছে বিধান পরিষদ। চলতি মাসের ৭ তারিখে বিধান পরিষদের পাঁচটি আসনের মেয়াদ শেষ হচ্ছে। ওই আসনগুলি পূরণের জন্য সোমবার ভোট গ্রহণ করা হয়।
আরও পড়ুন-সংসদে সৌগতর প্রশ্ন
ফলাফল সামনে এলে দেখা যাচ্ছে, পাঁচটির মধ্যে তিনটি আসন জিতেছে মহা বিকাশ আগাড়ি। মাত্র একটি আসনে জয়ী হয়েছে বিজেপি। নাসিক আসনটি গিয়েছে নির্দল প্রার্থীর দখলে। যে আসনটি নির্দল প্রার্থীর দখলে গিয়েছে সেটি কার্যত কংগ্রেসের বলা যেতেই পারে। কারণ কংগ্রেস ওই আসনে প্রার্থী করেছিল সুধীর তাম্বেকে। সুধীর শেষ পর্যন্ত লড়াই থেকে সরে আসেন। পরিবর্তে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করেন তাঁর ছেলে সত্যজিৎ তাম্বে। শেষ পর্যন্ত ওই আসনটিতে সত্যজিৎ জয়ী হয়েছেন।
আরও পড়ুন-বিচারপতি নিয়োগ করতে কেন্দ্রকে ১০ দিনের সময় দিল শীর্ষ আদালত
নাগপুর হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস-এর সদর দফতর। শুধু তাই নয়, নাগপুর হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা নীতিন গড়করির কেন্দ্র। সেখানেই বিজেপির হার রাজনৈতিক মহলের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।