সংবাদদাতা, দুর্গাপুর : নরেন্দ্র মোদির সরকার (Narendra Modi Government) এখন ‘হম দো হমারা দো’। দেশ চালাচ্ছেন দুজন, দুই শিল্পপতির জন্য। ভারতের ইতিহাসে এ যাবৎকালের মধ্যে সর্ববৃহৎ আর্থিক ঘোটালা যিনি করেছেন, তাঁর নাম গৌতম আদানি। মাত্র চার-পাঁচদিনের মধ্যে ১১ থেকে ১২ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোলের ছেলে এই শিল্পপতি। প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ সহযোগিতা ও সাহায্য রয়েছে এর পিছনে, কারণ তিনি এই আদানিদের দেওয়া এরোপ্লেনে চড়ে বেড়ান। শনিবার দুর্গাপুরের গান্ধী মোড় ময়দানে তৃণমূল কংগ্রেস আয়োজিত সমাবেশ মঞ্চ থেকে এই ভাষাতেই কেন্দ্রকে আক্রমণ করেন সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। বাজেটের সমালোচনাও করেন তিনি (Shatrughan Sinha)। পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, শুভেন্দু অধিকারীরা কেন্দ্রে গিয়ে মন্ত্রণা দিচ্ছেন একশো দিনের টাকা, আবাস যোজনার টাকা বন্ধ করে দিতে। মনে রাখবেন এগুলো সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার। আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক বলেন, কেন্দ্রের এই ভাঁওতাবাজ সরকার ক্ষমতায় আসার আগে যতগুলি প্রতিশ্রুতি দিয়েছিল, একটিও পূরণ করেনি। ২০২৪-এ সেই ভুলের পুনরাবৃত্তি আর করবেন না। সমাবেশে ছিলেন বিধায়ক হরেরাম সিং, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, অনিন্দিতা মুখোপাধ্যায় প্রমুখ। মঞ্চ থেকে বিজেপি ও সিপিএম সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে ২০০টিরও বেশি পরিবার তৃণমূলে যোগ দেন।