সংবাদদাতা, ডায়মন্ড হারবার : পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির গোষ্ঠী-কোন্দল আবারও প্রকাশ্যে চলে এল। শনিবার ডায়মন্ড হারবার পুরসভার চার নম্বর ওয়ার্ডে বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার বৈঠক ছিল। সেই বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও সোশ্যাল মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত সর্বভারতীয় নেতা অমিত মালব্য উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-মাঘী পূর্ণিমায় গঙ্গাসাগরে লক্ষ পুণ্যার্থীর সমাগম
কিন্তু সেই বৈঠক শুরুর আগে দলের দুই গোষ্ঠীর মধ্যে চলল হাতাহাতি। প্রকাশ্য রাস্তায় বিজেপি কর্মীরা একে অপরের দিকে তেড়ে গেলেন আস্তিন গুটিয়ে। চলল কিল-ঘুঁসি। জনবহুল এই এলাকার বাসিন্দারাও হতচকিত হয়ে যান। কিছুক্ষণ পর তবে পরিস্থিতি স্বাভাবিক হয়। ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলায় দলের মধ্যে একাধিক গোষ্ঠী থাকায় স্থায়ী জেলা সভাপতিও করা হয়নি। কনভেনর নীতীশ মণ্ডলের নেতৃত্বে চলে দলের সাংগঠনিক কাজকর্ম। এদিনের বৈঠক শুরুর আগে ডায়মন্ড হারবারের মণ্ডল কমিটির কয়েকজন সদস্য, যুব মোর্চা ও এসসি, এসটি মোর্চার সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন। এই বৈঠক সম্পর্কে তাঁদের কিছু জানানো হয়নি বলে অভিযোগ। অভিযোগের তীর দলের কনভেনর নীতীশ মণ্ডলের বিরুদ্ধে। দুই পক্ষের মধ্যে বাদানুবাদ ও হাতাহাতি হয়।