মাঘী পূর্ণিমায় গঙ্গাসাগরে লক্ষ পুণ্যার্থীর সমাগম

রবিবার সকাল থেকে আরও ঢল নামবে বলে অনুমান প্রশাসনের। এই তিথি উপলক্ষে মেলার মাঠে বিশেষ পরিকাঠামো তৈরি করেছে জেলা প্রশাসন।

Must read

সংবাদদাতা, গঙ্গাসাগর :‌ আজ রবিবার মাঘী পূর্ণিমা। এই পূর্ণিমা উপলক্ষে প্রায় এক লক্ষ পুণ্যার্থীর সমাগম হতে চলেছে গঙ্গাসাগরে। শনিবার বিকেল থেকেই কাকদ্বীপের লট নং আট ও কচুবেড়িয়া থেকে হাজার হাজার পুণ্যার্থীর স্রোত সাগরমুখী। রবিবার সকাল থেকে আরও ঢল নামবে বলে অনুমান প্রশাসনের। এই তিথি উপলক্ষে মেলার মাঠে বিশেষ পরিকাঠামো তৈরি করেছে জেলা প্রশাসন। ৬টি অস্থায়ী হ্যাঙার করা হয়েছে, যেখানে পুণ্যার্থীরা রাত্রিবাস করবেন।

আরও পড়ুন-বন্দে ভারত খাবারের গুণমান অত্যন্ত খারাপ

জনস্বাস্থ্য কারিগরি দফতর পানীয় জল ও ভ্রাম্যমাণ শৌচাগার তৈরি করেছে। মুড়িগঙ্গায় ভেসেলের সংখ্যা বাড়ানো হয়েছে। কচুবেড়িয়া থেকে মেলামাঠে যাওয়ার জন্য অতিরিক্ত যানবাহনও থাকবে। নিরাপত্তার কারণে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে সাগরে ঢোকার বিভিন্ন পয়েন্টে। সুন্দরবন পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরাও আছেন। সমুদ্রতটে থাকবে সিভিল ডিফেন্স কর্মীরা। মূলত মকর সংক্রান্তিতে সাগরমেলার পরেই সবচেয়ে বেশি পুণ্যার্থী আসেন এই তিথিতে। এই উপলক্ষে প্রচুর দোকানপাট বসেছে। সরকারের লোকপ্রসার প্রকল্পের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা শনিবার রাত থেকে থাকবেন। বঙ্কিম বলেন, সাগরমেলার পরেই এই তিথিতে সবচেয়ে বেশি পুণ্যার্থী আসেন। তাই সরকার সবরকম ব্যবস্থা করেছে।

Latest article