বন্দে ভারত খাবারের গুণমান অত্যন্ত খারাপ

ট্যুইটারে সেই খাবারের ভিডিও-ও পোস্ট করেছেন তিনি। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেই ট্যুইটের জবাবও দিয়েছে আইআরসিটিসি।

Must read

প্রতিবেদন : বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে প্রতিদিনই নিত্যনতুন বিতর্ক। সদ্য চালু হওয়া এই অত্যাধুনিক ট্রেনে পরিবেশিত খাবারের গুণমান নিয়ে প্রশ্ন তুললেন এক যাত্রী। ট্যুইটারে সেই খাবারের ভিডিও-ও পোস্ট করেছেন তিনি। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেই ট্যুইটের জবাবও দিয়েছে আইআরসিটিসি।

আরও পড়ুন-জামিন মিললেও অর্থাভাবে বিচারাধীন অভিযুক্তরা জেলেই

প্রতাপ কুমার নামে এক ব্যক্তি ট্যুইটারে ভিডিওটি পোস্ট করেছেন। বিশাখাপত্তনম থেকে হায়দরাবাদগামী বন্দে ভারত এক্সপ্রেসে যাচ্ছিলেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনে তাঁকে সকালের খাবার পরিবেশন করা হয়েছে। যার মধ্যে একটি ভাজা খাবার ছিল। কিন্তু সেই ভাজা খাবারটি খাওয়া কার্যত অসম্ভব। কারণ ওই ভাজা খাবার থেকে রসগোল্লার রসের মতো তেল বেরোতে দেখা যায়। সামান্য একটা ভাজা থেকে জলের মতো তেল বেরোতে দেখে অবাক নেটিজেনরা। প্রতাপ ভিডিওর ক্যাপশনে লিখেছেন, কেন্দ্রীয় সরকারের বন্দে ভারত ট্রেনে খাবারের দাম অত্যন্ত বেশি, কিন্তু গুণমান খুব খারাপ। নেটিজেনদের অনেকেই ভিডিওটি শেয়ার করেছেন। বিষয়টি নজরে আসতেই আইআরসিটিসির তরফে ওই যাত্রীকে জানানো হয়, এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

আরও পড়ুন-সব মেলার সেরা

বন্দে ভারত ট্রেনের গায়ে বিতর্ক আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে। অনেকেই অভিযোগ করেছেন, বুলেট ট্রেনের সঙ্গে তুলনা করা হলেও ট্রেনটির গতিবেগ যে কোনও সুপারফাস্ট ট্রেনের মতোই। কিন্তু ট্রেনের টিকিটের দাম অত্যন্ত বেশি। চালু হওয়ার পর থেকেই দেশের একাধিক জায়গায় ট্রেনটির উপর হামলাও ঘটে। কয়েকদিন আগে বন্দে ভারত ট্রেনের ভিতরের একটি ভিডিও ভাইরাল হয়েছিল।

Latest article