গরিবের গ্রাস যারা কাড়ে, তাদের ক্ষমা নয়, নবদ্বীপের সভায় বললেন পরিবহণমন্ত্রী

নদিয়ার নবদ্বীপে এক প্রতিবাদ সভার আয়োজন করল মাজদিয়া পানসিলার তৃণমূল কংগ্রেস। সভায় মূল বক্তা ছিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী

Must read

প্রতিবেদন : নদিয়ার নবদ্বীপে এক প্রতিবাদ সভার আয়োজন করল মাজদিয়া পানসিলার তৃণমূল কংগ্রেস। সভায় মূল বক্তা ছিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। ছিলেন বঙ্গজননী নেত্রী তৃণা ভৌমিক সাহা, ধারাবাহিকে বাহা হিসাবে জনপ্রিয় অভিনেত্রী রণিতা দাস, সাহিত্যিক সিরাজুল ইসলাম, নবদ্বীপ পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহা, তাপস ঘোষ, কল্লোল কর প্রমুখ।

আরও পড়ুন-পুরসভার কাজের রিপোর্ট কার্ড দেওয়া হবে নাগরিকদের হাতে

স্নেহাশিস তাঁর ভাষণে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার তীব্র নিন্দা করেন। বলেন, ১০০ দিনের কাজ গরিব মানুষের সাংবিধানিক অধিকার। মিড ডে মিলের দৌলতে গরিব ছেলেমেয়েরা কিছুটা পুষ্টিকর খাবার পায়। অথচ কেন্দ্র এসব টাকা আটকে দিচ্ছে। বাজেটে বরাদ্দও কমিয়ে দিয়েছে। কাজী নজরুল যেন ওদের জন্যই লিখেছিলেন, যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস। মোদিজিরা গোটা দেশের পক্ষেই বিপদ। যারা কাজ করে, তারা দেশের সম্পদ। আর যারা তাদের মুখের গ্রাস কেড়ে খায়, রাক্ষস-খোক্কসের মতো ইতিহাসে তাদের নাম লেখা থাকবে।

আরও পড়ুন-পুনর্বাসন দিতে চায় পুরসভা, বাধা রেলের

বিরোধী দলনেতারও তুমুল সমালোচনা করেন মন্ত্রী। ওঁর গর্বভরে বলা, দিল্লিকে বলে ১০০ দিনের টাকা আটকে দিয়েছি, আবাস যোজনার টাকা আটকে দিয়েছি জাতীয় রাজ্যবিরোধী তথা সাধারণ মানুষ বিরোধী কাজ মানুষ ক্ষমা করবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষকে আস্থা রাখতে বলেন। পঞ্চায়েত ভোটে জিতিয়ে তাঁর হাত শক্ত করতে আহ্বান জানান।

Latest article