হাওড়ায় শিল্পের জোয়ার, বাড়বে আরও কর্মসংস্থান

মুখ্যমন্ত্রী ডুমুরজলা ইনডোর স্টেডিয়ামের নাম দেন ‘সবুজসাথী’। হাওড়ার ১ লাখ ৬৬ হাজার মানুষ সরকারি বিভিন্ন পরিষেবা হাতে পেলেন বলেও তিনি জানান

Must read

সৌমালি বন্দ্যোপাধ্যায়, পাঁচলা: পাঁচলায় প্রশাসনিক সভা থেকে হাওড়াকে উন্নয়নে ভরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ায় ৫২৩ কোটি টাকার ৫৯টি নতুন প্রকল্পেরও সূচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, হাওড়ায় শিল্পের জোয়ার এসেছে। ইতিমধ্যে জেলায় ৫ হাজার শিল্পে ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। ৬৭ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। আরও প্রায় ২০ হাজার নতুন শিল্পে ১১ হাজার ২০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব রূপায়ণ হচ্ছে। সেখানে দেড় লাখ মানুষের নতুন করে কর্মসংস্থান হবে।

আরও পড়ুন-সেতু ভাঙায় অবিবেচক রেল, ভোগান্তি নিত্যযাত্রী, পড়ুয়াদের

পাঁচলা, সাঁকরাইল, উলুবেড়িয়া, ডোমজুড়, জগদীশপুরে ফাউন্ড্রি পার্ক, জুয়েলারি পার্ক, হোসিয়ারি পার্ক, লজিস্টিক হাব হচ্ছে। সেখানেও স্থানীয়দের কর্মসংস্থান হবে। মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যের ৪০ শতাংশ ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প হাওড়ায় রয়েছে। নতুন করে ২৭টি ক্লাস্টার তৈরি হচ্ছে। পাশাপাশি জেলাকে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের হাব হিসেবে গড়ে তোলা হচ্ছে। আমতা, উদয়নারায়ণপুর ও বাগনানের বন্যা নিয়ন্ত্রণে ২ হাজার ৮০০ কোটি টাকার একটি মেগা প্রজেক্টের কাজ চলছে। এই কাজ শেষ হলে হাওড়া, হুগলি ও মেদিনীপুরে বন্যা চিরতরে দূর হবে। আমতায় দ্বীপাঞ্চলের মানুষের যোগাযোগের জন্য হুড়হুড়া খালের ওপর ২৫ কোটি টাকা ব্যয়ে নতুন কংক্রিটের সেতুর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই সংক্রান্ত টেন্ডার প্রক্রিয়ার কাজ শেষ হয়ে গিয়েছে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শীঘ্রই এই সেতু নির্মাণের কাজ শুরু হবে।

আরও পড়ুন-৭০৩ বছর পর ত্রিবেণীতে আবার বসছে মহাকুম্ভ মেলা

পাশাপাশি সড়কপথে যোগাযোগের ক্ষেত্রেও কোনা এক্সপ্রেসওয়ের ধারে ৩ কিমি লম্বা সার্ভিস রোড ও ড্রেনেজ ক্যানেল রোড এবং কোনা এক্সপ্রেসওয়ের সংযোগস্থলে সেতু তৈরি হয়েছে। যানজট কমাতে সেতু সংলগ্ন রাস্তা ৪ লেনের করা হয়েছে। এই সঙ্গে শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রেও হাওড়ার প্রভূত উন্নতি হয়েছে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, হাওড়ায় একাধিক নতুন আইটিআই, পলিটেকনিক কলেজ তৈরি হয়েছে। সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির কোচিং সেন্টার খোলা হয়েছে। হিন্দি বিশ্ববিদ্যালয় হয়েছে। বেলুড়ে যোগা ও ন্যাচারোপ্যাথি মেডিক্যাল কলেজ হয়েছে। উলুবেড়িয়ায় ১০০ বেডের মেডিক্যাল কলেজ হয়েছে। একাধিক মাদার ও চাইল্ড হাব এবং এসএনইউ, এসএনসিইউ প্রভৃতি হয়েছে। হাওড়া পুলিশ কমিশনারেটে নতুন ১০টি থানা হয়েছে। মুখ্যমন্ত্রী ডুমুরজলা ইনডোর স্টেডিয়ামের নাম দেন ‘সবুজসাথী’। হাওড়ার ১ লাখ ৬৬ হাজার মানুষ সরকারি বিভিন্ন পরিষেবা হাতে পেলেন বলেও তিনি জানান।

Latest article