করফাঁকি নিয়ে আদানি সংস্থার বিরুদ্ধে তদন্ত হিমাচল প্রদেশে

কর ফাঁকির অভিযোগে গৌতম আদানির অন্যতম বড় সংস্থা আদানি উইলমারের বিরুদ্ধে তদন্ত শুরু করল হিমাচল প্রদেশের কংগ্রেস সরকার

Must read

প্রতিবেদন : কর ফাঁকির অভিযোগে গৌতম আদানির অন্যতম বড় সংস্থা আদানি উইলমারের বিরুদ্ধে তদন্ত শুরু করল হিমাচল প্রদেশের কংগ্রেস সরকার। বুধবার সন্ধ্যায় আদানি উইলমারের দফতরে হিমাচল প্রদেশ সরকারের জিএসটি আধিকারিকরা তল্লাশি অভিযান চালান। রাজ্য সরকারের অভিযোগ, আদানির এই সংস্থা দীর্ঘ পাঁচ বছর ধরে জিএসটি ফাঁকি দিচ্ছে। ফলে সরকারের বিপুল পরিমাণ টাকা লোকসান হয়েছে।

আরও পড়ুন-হাওড়ায় শিল্পের জোয়ার, বাড়বে আরও কর্মসংস্থান

বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আদানির ঘনিষ্ঠতার কারণেই পূর্ববর্তী গেরুয়া সরকার বিষয়টি উপেক্ষা করছে। কিন্তু কংগ্রেস নেতৃত্বাধীন সরকার কোনও অনিয়ম বরদাস্ত করবে না। অনিয়মের প্রমাণ পেলেই সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই আদানি উইলমারের কাছে গত পাঁচ বছরের জিএসটির বিস্তারিত হিসাবে চাওয়া হয়েছে। সমস্ত নথিও চেয়ে পাঠিয়েছেন জিএসটি আধিকারিকরা। এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানিকে গ্রেফতার ও উপযুক্ত তদন্তের দাবি তোলা হয়।

আরও পড়ুন-সেতু ভাঙায় অবিবেচক রেল, ভোগান্তি নিত্যযাত্রী, পড়ুয়াদের

হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট সামনে আসার পর আদানিদের বিভিন্ন সংস্থার শেয়ার ধরে বড় মাপের পতন হয়েছে। এসবের মধ্যে আবার আদানি গোষ্ঠী ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে। সংস্থার ভাবমূর্তি ফেরাতে একটি ব্যাঙ্কিং গোষ্ঠীর কাছ থেকে নেওয়া ৫০ কোটি ডলার ভারতীয় মুদ্রায় যা ৪ হাজার কোটি টাকারও বেশি ঋণ সময়ের আগেই পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছেন আদানিরা। ওই ঋণের একাংশ আগামী ৭ মার্চ শোধ করার কথা। কিন্তু নির্ধারিত সময়ের আগেই সেই কিস্তি পরিশোধ করছেন আদানিরা।

Latest article