সেতু ভাঙায় অবিবেচক রেল, ভোগান্তি নিত্যযাত্রী, পড়ুয়াদের

ট্রেন না চলায় পড়ুয়ারা অ্যাডমিট কার্ড পেতেও সমস্যায় পড়বে। দেখে দেখে এই সময়ে ওভারব্রিজ মেরামতির কাজ শুরু করায় প্রচণ্ড ক্ষুব্ধ মানুষ

Must read

সংবাদদাতা, বর্ধমান : অবিবেচকের মতো কাজ করায় নজির গড়তে চলেছে রেল। বর্ধমান শহরে রেল জংশনের উপরে পুরনো ওভারব্রিজ ভেঙে ফেলার কাজ শুরু করেছে। আর তার জন্য আগামী কয়েকদিন ট্রেন চলাচল বন্ধ থাকবে। যার জেরে শুধু সাধারণ মানুষ নন, চরম দুর্ভোগে পড়তে চলেছে পড়ুয়ারা। কারণ ১৫ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে বিভিন্ন বোর্ডের পরীক্ষা।

আরও পড়ুন-৭০৩ বছর পর ত্রিবেণীতে আবার বসছে মহাকুম্ভ মেলা

ট্রেন না চলায় পড়ুয়ারা অ্যাডমিট কার্ড পেতেও সমস্যায় পড়বে। দেখে দেখে এই সময়ে ওভারব্রিজ মেরামতির কাজ শুরু করায় প্রচণ্ড ক্ষুব্ধ মানুষ। বর্ধমানের স্টেশন ম্যানেজার স্বপন ভট্টাচার্য জানান, ৫ ফেব্রুয়ারি রবিবার বর্ধমান-হাওড়া, বর্ধমান-ব্যাণ্ডেল, বর্ধমান-আসানসোল ও বর্ধমান-রামপুরহাট রেল শাখায় সমস্ত লোকাল ট্রেন চলাচল বন্ধ ছিল। পাশাপাশি কিছু মেল ও এক্সপ্রেসও বন্ধ রাখা ও কয়েকটিকে ঘুরিয়ে দেওয়া হয়। ব্রিজ ভাঙার কাজ চলায় প্রতিদিন বর্ধমান থেকে রেল চলাচলে ব্যাঘাত ঘটছে।

আরও পড়ুন-অণ্ডালে ১২৫ নাগরিককে প্রকল্পের সুবিধা

এই ব্রিজের পাশে একটি আধুনিক ফ্লাইওভার তৈরি হওয়ায় পুরনো ব্রিজটি ভেঙে ফেলা হচ্ছে। শতাব্দীপ্রাচীন এই ব্রিজটিকে অনেক আগেই ভারী যান চলাচলের অনুপযুক্ত ঘোষণা করা হয়েছিল। বিকল্প ব্রিজ নিয়ে টানাপোড়েনের পর বছর তিনেক আগে একটি ফ্লাইওভার তৈরি হয় রেল ও রাজ্যের যৌথ উদ্যোগে। এই সেতু কালনা, কাটোয়া, কলকাতা, দুর্গাপুর ও আসানসোল যাওয়ার প্রধান সড়কগুলিকে যুক্ত করেছে। এক সপ্তাহ ধরে বর্ধমান হাওড়া মেন ও কর্ড লাইন এবং কাটোয়া লাইনের বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। কয়েকটি ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে। ফলে যাত্রীদের বিরাট অসুবিধার মধ্য পড়তে হচ্ছে। সেই অসুবিধে এবার আরও বাড়ল।

Latest article