ভারতে চালু হল ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন

ওয়েব ভার্সানের জন্যেও ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন চালু হবে। তবে ভারতে এখনও পর্যন্ত এই পরিষেবা চালু হয়নি। খুব শীঘ্রই ভারতেও এই পরিষেবা চালু হবে

Must read

প্রতিবেদন : ভারতেও আনুষ্ঠানিক ভাবে চালু হল ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন। এতদিন পর্যন্ত ট্যুইটারের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নির্দিষ্ট কিছু দেশেই মিলছিল। এবার চালু হল ভারতেও। তবে এজন্য ইউজারদের মাসে ৯০০ টাকা খরচ করতে হবে। ভেরিফায়েড ফোন নম্বর থাকা গ্রাহকরা নিজেদের ট্যুইটার অ্যাকাউন্টে একটি ব্লু ভেরিফায়েড ব্যাজ বা টিক মার্ক পাবেন। অ্যান্ড্রয়েড এবং আইওএস-দুই ভার্সানেই কাজ করবে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন।

আরও পড়ুন-দু’গোলে পিছিয়েও ড্র করল ম্যান ইউ

ওয়েব ভার্সানের জন্যেও ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন চালু হবে। তবে ভারতে এখনও পর্যন্ত এই পরিষেবা চালু হয়নি। খুব শীঘ্রই ভারতেও এই পরিষেবা চালু হবে। তবে এর জন্য কত খরচ হবে তা এখনও জানা যায়নি। আগে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের জন্য ব্যবহারকারীদের আলাদা করে আবেদন করতে হত। তবে এখন টাকার বিনিময়ে যে কেউ ট্যুইটার ব্লু টিক কিনতে পারবেন। প্রশ্ন হল, ট্যুইটার ব্লু-টিকের সুবিধা কী? জানা গিয়েছে, ট্যুইটার অ্যাকাউন্টে ব্লু টিক থাকলে সেখানে ইউজাররা কম বিজ্ঞাপন দেখতে পাবেন।

আরও পড়ুন-স্কোরবোর্ড, প্রথম দিন

পাশাপাশি তাঁরা বড় ট্যুইট করার সুযোগ পাবেন এবং আসন্ন ফিচারগুলির দ্রুত অ্যাকসেস পাবেন। ব্লু টিক থাকা মানে, ব্যবহারকারীর ট্যুইটার অ্যাকাউন্টটি ভেরিফায়েড। এই ইউজারদের বিশেষ সুবিধা দেওয়া হবে। ট্যুইটার অ্যাকাউন্টে ব্লু টিক থাকলে একজন ইউজার ট্যুইট করার ৩০ মিনিট পরে পর্যন্ত তা এডিট করার সুযোগ পাবেন। এছাড়াও ফুল এইচডি রেজোলিউশনের ভিডিও শেয়ার করার সুযোগও পাবেন তাঁরা।

Latest article